██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এইচপির হয়ে জয়-আইচের ফিফটি

বল হাতে রিপন মন্ডলের ২ উইকেট।

এইচপির হয়ে জয়-আইচের ফিফটি

এইচপির হয়ে জয়-আইচের ফিফটি

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-07-26T15:10:20+06:00

আপডেট হয়েছে - 2024-07-26T15:10:20+06:00

পাকিস্তান শাহীনের বিপক্ষে চার দিনের ম্যাচে আগে ব্যাট করে ২৫৮ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয় এবং আইচ মোল্লাহ।    [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 পাকিস্তান শাহীনের বিপক্ষে খেলছে বাংলাদেশ এইচপি দল। 
আগে ব্যাট করে ১ম ইনিংসে বাংলাদেশ এইচপি থেমেছে ২৫৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ফিফটির দেখা পাওয়া আরেক ব্যাটার আইচ ৮০ বলে করেছেন ৫৫ রান। বাকিদের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ বলে ৩১ রান করেন। ওপেনিংয়ে নেমে ৩০ রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন।


লেজের দিকে দলের হাল ধরেছিলেন রেজাউর রহমান রাজা এবং রিপন মন্ডল। ৩৪ বলে ২৮ রান করেন রাজা। অন্যদিকে রিপন খেলেছেন ৪০ বলে ১৭ রানের ইনিংস।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


পাকিস্তান শাহীনের হয়ে ৩ উইকেট নেন খুররাম শাহজাদ। এছাড়া ২টি করে উইকেট তুলেছেন কাশিফ আলী, ফয়সাল আকরাম এবং কামরান ঘুলাম।

 

জবাব দিতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে পাকিস্তান শাহীন। ৪৬ বলে ১৮ রান করেছেন হাসিব উল্লাহ। ক্রিজে টিকে আছেন ওমাইর বিন ইউসুফ এবং মুহাম্মদ আলী। ওমাইর ৩৩ বলে ৭ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে আলী টিকে আছেন ৫ বলে ১ রান করে। এখনও এইচপির চেয়ে ২১৯ রানে পিছিয়ে আছে শাহীন।

 

বাংলাদেশের হয়ে ২টি উইকেটই শিকার করেছেন রিপন মন্ডল।


সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)


বাংলাদেশ এইচপি ১ম ইনিংস : ২৫৮/১০ (জয় ৬৯, আইচ ৫৫, মাহিদুল ৩১, ইমন ৩০, খুররাম ৩/৬৯)

পাকিস্তান শাহীন ১ম ইনিংস : ৩৯/২ (হাসিব ১৮, ওমাইর ৭*, আলী ১*, রিপন ২/২২)।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.