‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে’
টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শেষ হচ্ছে ট্রেন্ট বোল্টের।

‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-15T16:34:29+06:00
আপডেট হয়েছে - 2024-06-15T16:34:29+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। দলের এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই চলে আসছে দল পুনর্গঠনের আলোচনা। বাড়ি ফিরতে ফিরতে কিউইদের ১৫ সদস্যের স্কোয়াডের মাত্র ৩ জনের বয়স থাকবে ৩০ এর নিচে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ট্রেন্ট বোল্ট। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে নিউজিল্যান্ড। এই দুই দলই গিয়েছে সুপার এইটে। ভবিষ্যতের কথা চিন্তা করে দল পুনর্গঠনের চিন্তা করার কথা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মাঝে চলমান বিশ্বকাপকে নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে দিয়েছেন ট্রেন্ট বোল্ট।
উগান্ডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নামা উগান্ডাকে ৪০ রানে অলআউট করে দেয় কিউইরা। বল হাতে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন বোল্ট। ম্যাচের পর সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বোল্ট জানিয়ে দিয়েছেন, এবারই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, ‘আমার পক্ষ থেকে আমি বলতে পারি, এটাই হবে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
বোল্ট আরও বলেছেন, ‘আমি আমার সাথে টিমের (সাউদি) জুটিটাকে বেশ দারুণ স্মৃতি হিসেবে মনে রাখব। আমরা একসাথে অনেক ওভার করেছি। আমি নিজেদের জুটিটাকে খুব ভালোভাবে চিনি এবং সে মাঠে ও মাঠের বাইরে আমার বেশ ভালো বন্ধুও বটে। শুরুতে সুইং বোলিং দেখাটা ভালো ব্যাপার ছিল। দারুণ কিছু স্মৃতি আছে আমাদের, আশা করি সামনেও আরও কিছু যুক্ত হবে।’
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৭ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।