এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় জনসন
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মিচেল জনসন এবার মাতলেন দেশটির ক্রিকেট বোর্ডের সমালোচনায়।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-12-22T12:01:03+06:00
আপডেট হয়েছে - 2023-12-22T12:01:47+06:00
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গভর্নিং বডি মিচেল জনসনের বক্তব্যের দুইটি সেশন বাতিল করার মাত্র এক সপ্তাহ পর তাকে অ্যাওয়ার্ড নাইটে আমন্ত্রণ জানিয়েছে। এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যানের।
মিচেল জনসন
পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে অতিথি বক্তা হিসেবে দুইটি সেশনের বক্তব্য দেওয়ার কথা ছিল জনসনের। বক্তব্যের সেশনটি ছিল পারিশ্রমিকের ভিত্তিতে। কিন্তু ডেভিড ওয়ার্নার এবং প্রধান নির্বাচক জর্জ বেইলিকে নিয়ে বিতর্কিত কলামের কারণে গত সপ্তাহে পার্থে প্রথম টেস্টে জনসনকে সেই ভূমিকা থেকে বরখাস্ত করা হয়েছিল।
জনসন, যিনি এই গ্রীষ্মে ট্রিপল এম-এর সাথে রেডিওতে মন্তব্য করছেন, তিনি বেতনযুক্ত সেই বক্তব্যের সেশন থেকে বরখাস্ত হওয়ার পরও চুপ করে ছিলেন। তবে ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডে আমন্ত্রণ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেছেন এই সাবেক অজি ফাস্ট বোলার।
ইনস্টাগ্রামে তার আমন্ত্রণের স্ক্রিনশট দিয়ে জনসন লিখেছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া কি সিরিয়াস?? গত সপ্তাহে আমাকে দুটি বক্তৃতার অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছিল। আর এই সপ্তাহে আমাকে তাদের সঙ্গে উদযাপন করতে আমন্ত্রণ দিয়েছে!"
ইন্সটাগ্রামে জনসনের এই বার্তা থেকেই বুঝা যাচ্ছে, তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি যোগ দিবেন না।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।