এলপিএলে আস্থা হারিয়েছেন বাংলাদেশিরা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-15T20:29:11+06:00
আপডেট হয়েছে - 2024-07-15T20:29:11+06:00
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের নিয়ে কাড়াকাড়ি কমই দেখা যায়। ব্যতিক্রম ছিল এবার। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার। তবে একে একে তারা প্রত্যেকেই হারিয়েছেন দলের আস্থা। নিজ নিজ দলের সর্বশেষ ম্যাচে একাদশে জায়গা হারান ৪ ক্রিকেটারের প্রত্যেকেই।
ো
আইপিএল বা পিএসএলের মতোটুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ মেলে খুব কম। যা একটু আলোর দেখা মিলেছিল এলপিএলে, তা-ও এখন হতাশার কারণ। মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা সিক্সার্স কিনে নিয়েছিল বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে। নিলামের আগে তাকে কিনে নেওয়ার মানেই হলো, ফিজের নেতৃত্ব দেওয়ার কথা দলের বোলিং লাইনআপকে। তবে রানপ্রসবা উইকেটে ছন্নছাড়া বোলিংয়ের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন তিনি।
৪ ম্যাচে ১৫ ওভার বল করে ৫টি উইকেট বাগিয়ে নিলেও খরুচে ছিলেন মুস্তাফিজ। গড়ে ওভারপ্রতি বিলি করেছেন ১১ রানেরও বেশি। যার জেরে জায়গা হারান একাদশে। মুস্তাফিজ তো তবু পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন। তাওহীদ হৃদয়ের সেই সুযোগও হচ্ছে না। ডিরেক্ট সাইনিংয়ে তাকেও কিনে নেয় ডাম্বুলা। তবে প্রথম ২ ম্যাচের পর আর সুযোগ হয়নি একাদশে। প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই হয়নি। আর এরপর থেকে তো একাদশেই ব্রাত্য।
টুর্নামেন্ট শুরুর পর এলপিএলে যোগ দেন শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে পাঁচটি ম্যাচও খেলা হয়েছে। তার মধ্যে ৪ ইনিংসে বল করেছেন ১৩ ওভার, ১১.৬১ ইকোনোমিতে উইকেট শিকার করেছেন চারটি। একই দশা তাসকিন আহমেদেরও। ৩ ইনিংসে ১১ ওভারে দশেরও উপরে ইকোনোমি তার। অবশ্য চারটি উইকেট পেয়েছেন। তবে তাসকিনকেও একাদশ থেকে বাদ দিয়েছে তার দল কলম্বো স্ট্রাইকার্স।
৫ দলের পয়েন্ট টেবিলে এই ৩ দলই নিচে অবস্থান করছে। তবে সবচেয়ে নাজুক অবস্থা ৭ ম্যাচে ২ জয় পাওয়া মুস্তাফিজ-হৃদয়ের দল ডাম্বুলার। ৪টি দলই প্লে-অফে যাবে, তাই আপাতত লিগ পর্বে বাদ পরার সম্ভাবনা বেশি ডাম্বুলারই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।