এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি : রাজ্জাক
এশিয়া কাপে প্রত্যাশামতো পারফর্ম করেনি বাংলাদেশ, বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2023-09-11T20:30:23+06:00
আপডেট হয়েছে - 2023-09-11T20:30:23+06:00
বড় আশা নিয়ে এবারের এশিয়া কাপে এসেছিল বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল টাইগারদের। তবে মাঠের খেলায় দেখা গেছে উল্টোচিত্র। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারের পর সুপার ফোরেও টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়-ঘণ্টা বাজছে টাইগারদের। মাঝে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় টাইগারদের একমাত্র প্রাপ্তি।
আব্দুর রাজ্জাক
এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শান্ত। তবে আফগানিস্তান ম্যাচের পরে ইঞ্জুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে যান শান্ত। শান্ত ছাড়া ব্যাটারদের মধ্যে ভালো করেছেন 'মেকশিফট' ওপেনার মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের দারুণ ইনিংসে দলকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন তাওহীদ হৃদয়। তবে এই ম্যাচ বাদে অন্য কোন ম্যাচে একটি বাউন্ডারিও মারতে পারেননি হৃদয়। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন টাইগার দলপতি সাকিব ও অভিজ্ঞ মুশফিক।
এশিয়া কাপ নিয়ে গণমাধ্যমে সাথে কথা বলেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক রাজ্জাক বলেন, 'এশিয়া কাপে আমরা যেটা আশা করেছিলাম একেবারে সেরকম হয়েছে এটা বলব না। তবে আমি খুব একটা নেতিবাচকভাবে নিতে চাই না। কারণ, খেলার মধ্যে কিছু ভুল থাকবে। ওরাও চেষ্টা করেছে।'
'মাঝে আমি শুনলাম এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে আসছে বাংলাদেশ। আসলে যখন কোনো একটা টুর্নামেন্টে একটা দল আসে, আশা তো থাকতেই পারে। সব দলেরই আশা থাকে কিন্তু সবাই তো চ্যাম্পিয়ন হয় না। এটা বলা যায়, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেমন আশা করেছিলাম আরেকটু ভালো হতে পারতো।'
দল খারাপ করলে সমালোচনা একটু বেশিই হয় বলে মত রাজ্জাকের। রাজ্জাক আরো বলেন, 'তারপরও পাকিস্তানে গিয়ে একটা সুযোগ তৈরি করেছিল। এখানে আশার পর আমাদের আশা ছিল আমরা শ্রীলঙ্কার সাথে জিতব। কিন্তু কোনভাবে মিস হয়ে গেছে। আমি বুঝি না একটা কোন ম্যাচে যদি খারাপ হয় তাহলে মনে বাংলাদেশ দল কোনোদিন কিছু করেনি এমন পরিস্থিতি তৈরী হয়। আমাদের দৃষ্টিকোণ আলাদা। খারাপ হয়েছে সেটা থেকে কিভাবে ভালো করা যায় কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো করা।'
টাইগার বোলাররা ভালো করলেও হতাশ করেছেন ব্যাটাররা। বোলারদের লড়াই করার পুঁজি এনে দিতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। এরই মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। ভালো করেছেন তাসকিনও। স্পিনারদের মধ্যে নাসুমও এক ম্যাচ খেলে কিপটে বোলিং করেছেন।
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ফাইনাল আশা কার্যত শেষ হয়ে গেলেও কাগজে-কলমে এখনো সুযোগ আছে টাইগারদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।