ওয়াকারের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে আমির-ইমাদ-উসমান

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-04-26T16:29:22+06:00
আপডেট হয়েছে - 2024-04-26T16:29:22+06:00
দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। সর্বশেষ দুই আসরে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার পর পাকিস্তান এবার বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর। তবে সেজন্য চাই জুতসই একটা স্কোয়াড। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নানা ধরনের কানাঘুষাই চলছে। এবার দেশটির সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস জানালেন, কেমন হওয়া চাই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের চলমান সিরিজের মাঝখানেই ওয়াকার জানিয়েছেন নিজের পছন্দের বিশ্বকাপ স্কোয়াড। সেখানে পেস বোলিং ইউনিটে রেখেছেন মোহাম্মদ আমিরকে। আমির জাতীয় দল থেকে অবসর নেওয়ার সময় ওয়াকার ছিলেন পাকিস্তানের কোচ। সেই থেকে স্পষ্ট, আমিরের সাথে দ্বন্দ্ব আছে ওয়াকারের। তবে ওয়াকার তার পছন্দের স্কোয়াডে আমিরকে রেখেছেন। সাথে আছেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। চোট কাটিয়ে ফিরলে স্কোয়াডে দেখতে চান ওয়াহাব রিয়াজকে। কিউইদের বিপক্ষে খেলা আব্বাস আফ্রিদি ও জামান খানকে দেখতে চান না বিশ্বকাপে।
অলরাউন্ডারদের ক্ষেত্রে ওয়াকার গুরুত্ব দিয়েছেন স্পিনে। শাদাব খান ও ইফতিখার খানের সাথে রেখেছেন ইমাদ ওয়াসিমকে। রিস্ট স্পিনের জন্য রেখেছেন আবরার আহমেদ ও উসামা মীরকেও।
বাবর আজমের দলে ওয়াকার দেখতে চান সাইম আইয়ুব, ফখর জামান, আজম খান, উসমান খানকে। রেখেছেন মোহাম্মদ রিজওয়ানকেও, যিনি চোটে পড়ে বাড়িয়েছেন পাকিস্তানের দুশ্চিন্তা।
সব মিলে ওয়াকার ইউনিসের বেছে নেওয়া পাকিস্তানের ১৫ সদস্যের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড এমন- অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফখর জামান, সাইম আইয়ুব, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, উসামা মীর, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।
২০২১ টি-২০ বিশ্বকাপে টানা ৫ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান, তবে ফাইনাল থেকে অল্প দূরে থাকতেই বিদায় নিতে হয় অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরে। ২০২২ সালে বাবর আজমের নেতৃত্বে ফাইনালে উঠেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে ইংল্যান্ডের কাছে হেরে এবারো শিরোপা হাতছাড়া হয়। সেমিফাইনাল ও ফাইনালের পর এবার অনেকেই দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। তাই দিনশেষে জোরালো হচ্ছে প্রশ্ন, বিশ্বকাপে আদৌ কেমন হবে পাকিস্তানের স্কোয়াড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।