██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ওয়ার্নারের লজ্জার রেকর্ড, বিপরীতে উড়ছেন ম্যাক্সওয়েল

ওয়ার্নারের লজ্জার রেকর্ড, বিপরীতে উড়ছেন ম্যাক্সওয়েল

প্রকাশিত হয়েছে - 2023-04-19T21:14:18+06:00

আপডেট হয়েছে - 2023-04-19T21:14:18+06:00

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এর এক তৃতীয়াংশ খেলা শেষ। এরমধ্যে লেখা হয়েছে বেশ কয়েকটি রেকর্ড। এক তৃতীয়াংশ ম্যাচ শেষে এখনো বলকে সীমানা ছাড়া করতে পারেননি অজি মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ফলে লজ্জার খাতায় তার নাম সবার ওপরে। অপরদিকে, আরেক অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে চলছে ছক্কার ফুলঝুরি।

ডেভিড ওয়ার্নার

আইপিএলের ২৫টি ম্যাচ খেলা হয়েছে গত মঙ্গলবার। সে পর্যন্ত ডেভিড ওয়ার্নারের দল দিল্লি ক্যাপিটালস খেলে ফেলেছে পাঁচটি ম্যাচ। কিন্তু এক ম্যাচেও জিততে পারেনি দলটি। দলীয় অধিনায়কের পারফরম্যান্সও যে আশাজনক না। ওয়ার্নারের ব্যাটে রান আসলেও তা দলের প্রয়োজন মতো হচ্ছে না। অনেক বল খেলে অর্ধশতক হাঁকাচ্ছেন তিনি, ফলে স্ট্রাইকরেট থাকছে কম। আরো অবাক হবেন এটা জেনে যে, ইতোমধ্যে প্রায় ২০০টি বল খেলে ফেললেও এখনো ছক্কা হাঁকাতে পারেননি তিনি।

চলতি আইপিএলের ২৫তম ম্যাচ পর্যন্ত ওয়ার্নার মোকাবেলা করেছেন ১৯৫টি বল। কিন্তু এখনো ছক্কার দেখা পাননি তিনি। এই আইপিএলে সবচেয়ে বেশি বল খেলে ছক্কা হাঁকাতে না পারার রেকর্ড এটিই। ওয়ার্নারের এই লজ্জার রেকর্ডও ইঙ্গিত দিচ্ছে তার দল দিল্লির ব্যর্থতার। এই তালিকায় দিল্লির পাল্লায় ভারি।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

ওয়ার্নার ব্যতীত এই তালিকার বাকিরা ৫০টি বলও মোকাবেলা করার সুযোগ পাননি। দিল্লিরই আরেক ব্যাটার সরফরাজ খান ৪৩টি বল খেলে এখনো ছক্কা হাঁকাতে পারেননি। তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদের ওয়াশিংটন সুন্দর ৩৯টি ও ললিত যাদব ৩৫টি বল খেলে আছেন চতুর্থ স্থানে।

পঞ্চম স্থানে আবারো দিল্লি ক্যাপিটালসের আরেক ব্যাটার। ওপেনার পৃথ্বী শ খেলেছেন ২৯টি বল। তিনিও এখনো ছক্কার দেখা পাননি।

অপরদিকে, সবচেয়ে বেশি ছক্কা হজম করার তালিকায় দেশি-বিদেশি বোলাররা মিলেমিশে আছেন। প্রথমেই আছেন চেন্নাইয়ের ভারতীয় বোলার তুষার দেশপান্ডে। তিনি খেয়েছেন ১২টি ছক্কা। গুজরাটের আলজারি জোসেফও ১২টি ছক্কা খেয়েছেন। তারপর গুজরাটের আরেক বোলার যশ দয়াল। তিনি খেয়েছেন ১১টি ছক্কা।

গুজরাটকে এই তালিকায় আরো দীর্ঘ করেছেন রশিদ খান। আইপিএলের অন্যতম ফেবারিট বোলার রশিদ খান এবার ইতোমধ্যে ১০টি ছক্কা হজম করে ফেলেছেন। টুর্নামেন্টের দুই তৃতীয়াংশ এখনো বাকি রয়েছে। এছাড়া লখনৌ সুপার জায়ান্টসের মার্ক উডও ১০টি ছক্কা হজম করেছেন।

গ্লেন ম্যাক্সওয়েল

এদিকে, ওয়ার্নারের ঠিক বিপরীতে অবস্থান করছেন তার স্বদেশি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আসরে এপর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনি। মাত্র পাঁচ ম্যাচেই ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা। এছাড়া ফাফ ডু প্লেসি ও কাইল মেয়ার্স ১৮টি এবং শিমরন হেটমায়ার ও ভেঙ্কাটেশ আইয়ার ১৫টি করে ছক্কা হাঁকিয়েছেন।

আইপিএল ২০২৩-র ২৫টি লিগ ম্যাচের পরে সব থেকে বেশি বল খেলে ছক্কা মারতে পারেননি যারা :

১. ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস)- ১৯৫টি

২. সরফরাজ খান (দিল্লি ক্যাপিটালস)- ৪৩টি

৩. ওয়াশিংটন সুন্দর (সানরাইজার্স হায়দরাবাদ)- ৩৯টি

৪. ললিত যাদব (দিল্লি ক্যাপিটালস)- ৩৫টি

৫. পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস)- ২৯টি

আইপিএল ২০২৩-র ২৫টি লিগ ম্যাচের পরে সব থেকে বেশি ছক্কা হজম করেছেন কারা:-

১. তুষার দেশপান্ডে ( সিএসকে)- ১২টি

২. আলজারি জোসেফ (গুজরাট টাইটানস)- ১২টি

৩. যশ দয়াল (গুজরাট টাইটানস)- ১১টি

৪. রশিদ খান (গুজরাট টাইটানস)- ১০টি

৫. মার্ক উড (লখনৌ সুপার জায়ান্টস)- ১০টি

৬. হার্শাল প্যাটেল (আরসিবি)- ৯টি

৭. মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)- ৯টি

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.