██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ওয়াশিংটনের স্পিনে প্রথম ইনিংসে ধরাশায়ী নিউজিল্যান্ড

ওয়াশিংটনের স্পিনে প্রথম ইনিংসে ধরাশায়ী নিউজিল্যান্ড
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-10-24T18:09:55+06:00

আপডেট হয়েছে - 2024-10-24T18:09:55+06:00

পুনের উইকেট যে স্পিনবান্ধব হতে যাচ্ছে তা আগে থেকেই জানা ছিল দুই দলের। দুই অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর ওয়াশিংটন সুন্দর মিলেই ভাগাভাগি করে নিয়েছেন নিউজিল্যান্ডের দশ উইকেট। ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে অলআউট করতে বড় ভূমিকা রেখেছেন ওয়াশিংটন। তবে ম্যাচে টিকে থাকার মত পুঁজি গড়তে পেরেছে নিউজিল্যান্ড। 


দুই ওপেনার টম লাথাম আর ডেভন কনওয়ে টস জিতে ব্যাট নিয়ে নামার পর শুরুটা করেন দেখেশুনে। তাদের সাবধানী ব্যাটিংয়ে চিড় ধরান রবিচন্দ্রন অশ্বিন। তার টার্নে পরাস্ত হন অশ্বিন। এ বামহাতিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান অশ্বিন। দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন উইল ইয়ং আর ডেভন কনওয়ে। তাদের ৪৪ রানের জুটিটাও ভাঙেন অশ্বিন। লেগ স্টাম্পের বাইরে যেতে থাকা এক নির্বিষ ডেলিভারিতে গ্লাভস ছুইঁইয়ে দিয়ে বিপদে পড়েন ইয়ং। 

এরপর কনওয়েকে সাথে নিয়ে রাচিন রবীন্দ্র যোগ করেন ৬২ রান। তাদের জুটিও ভাঙেন অশ্বিন। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ৭৬ রানের ইনিংস খেলা কনওয়ে। কনওয়ে বিদায় নিলেও অপর প্রান্ত আগলে রাখেন রাচিন রবীন্দ্র। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

অশ্বিনের তিন উইকেট প্রাপ্তির পর শুরু হয় ওয়াশিংটন সুন্দরের অভিযান। শুরুটা করেন দলীয় ১৯৭ রানের মাথায় রাচিনকে ফিরিয়ে দিয়ে। অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হন রাচিন, তার ব্যাট থেকে আসে ৬৫ রান। নিজের পরের ওভারে অনেকটা ভেতরে ঢোকা এক ডেলিভারিতে বোল্ড করেন টম ব্লান্ডেলকে। তারপরের ওভারে এসে এলবিডব্লিউ করেন ড্যারেল মিচেলকে। তিন ওভারে তিন উইকেট তুলে ৩ উইকেটে ১৯৭ রান নিয়ে শক্ত অবস্থানে থাকা নিউজিল্যান্ডকে হঠাৎ বিপাকে ফেলে দেন ওয়াশিংটন। নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ২০৪।

সেখানে দলের হাল ধরেন মিচেল স্যান্টনার। এ স্পিনার স্পিন উইকেটে বলের আঁকবাঁক ভালোই সামাল দেন। গ্লেন ফিলিপ্সকে সাথে নিয়ে স্যান্টনার যোগ করেন ৩২ রান। ফিলিপ্স বিদায় নেয়ার পর বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি টিম সাউদি আর এজাজ প্যাটেল। ফিলিপ্সকে আউট করে ফের শুরু হয় সুন্দরের ধ্বংসযজ্ঞ। নিজের চার ওভারে চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ২৫৯ রানে শেষ করে দেন তিনি। সুন্দরের ৫৯ রানে ৭ উইকেট প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। 

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া স্যান্টনার করেন গুরুত্বপূর্ণ ৩৩ রান। তার ইনিংসের সুবাদেই ২৫০ রানের চৌকাঠ পার করে নিউজিল্যান্ড। 

ব্যাটিংয়ে নেমে ভারতও শুরুটা ভালো করতে পারেনি। অস্বস্তিতে থাকা রোহিত শর্মা ইনিংসে রানের খাতা খোলার আগেই হাঁটা ধরেন সাজঘরের দিকে। দুর্দান্ত এক ডেলিভারিতে টিম সাউদি বোল্ড করে দেন রোহিতকে। গুড লেংথে পিচ করা সাউদির বল হালকা আউটসুইং করে আঘাত করে অফ স্টাম্পে। তিনে নেমে শুবমান গিল জুটি বাঁধেন যশস্বী জয়সওয়াল। সতর্কতার সাথে খেলে দিনের বাকিটা সময় নিরাপদেই কাটান দুজন।

ভারত ১১ ওভার ব্যাট করার পর সমাপ্তি ঘটে দিনের। প্রথম দিনের পর ২৪৩ রানে পিছিয়ে আছে ভারত। গিল ১০ রান করে এবং জয়সাওয়াল ৬ রান করে অপরাজিত আছেন। 

সংক্ষিপ্ত স্কোর 

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) ২৫৯/১০, ৭৯.১ ওভার
সুন্দর ৭/৫৯, অশ্বিন ৩/৬৪

ভারত (প্রথম ইনিংস) ১৬/১, ১১ ওভার
গিল ১০*, জয়সাওয়াল ৬*
সাউদি ১/৪ 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.