██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কালো আর্মব্যান্ড ইস্যুতে আইসিসির অভিযোগ চ্যালেঞ্জ করবেন খাজা

পার্থে প্রথম টেস্টে আর্মব্যান্ড পরেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান।

কালো আর্মব্যান্ড ইস্যুতে আইসিসির অভিযোগ চ্যালেঞ্জ করবেন খাজা
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-12-22T10:12:06+06:00

আপডেট হয়েছে - 2023-12-22T10:12:06+06:00

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা ক্রিকেটের মাধ্যমেই বিশ্ব দরবারে তুলে ধরতে চাচ্ছিলেন ফিলিস্তিনের মুসলিমদের প্রতি তার সহমর্মিতা। 'সব প্রাণের মূল্য সমান', 'স্বাধীনতা মানুষের অধিকার'- গাজার মানুষদের প্রতি সমর্থন জানিয়ে জুতায় এই দুই বাক্য লিখে খেলতে নামতে চেয়েছিলেন উসমান খাজা। তবে তা অনুমতি পেতে ব্যর্থ হওয়ায় কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেও আইসিসির রোষানলে পড়েছেন তিনি। এখন আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন এই অজি ব্যাটার।

উসমান খাজা

ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, "ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রেগুলেশনসের ক্লজ এফ ভাঙায় খাজাকে অভিযুক্ত করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ব্যক্তিগত বার্তা দিতে গিয়ে খাজা যে কালো আর্মব্যান্ড পরেছেন, তার অনুমতি ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসি কারও কাছ থেকে নেওয়া হয়নি।"

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

ফলে খাজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আইসিসি। তবে এই অভিযোগ মানতে নারাজ খাজা। পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খালি আর্মব্যান্ড পরার জন্য আইসিসির অভিযোগকে চ্যালেঞ্জ জানাবেন খাজা। তিনি গভর্নিং বডিকে বলেছিলেন যে এটি তার "ব্যক্তিগত শোকের" জন্য ছিল। তবে বক্সিং ডেতে শুরু হওয়া এমসিজি টেস্টে তিনি এটি পরা চালিয়ে যাবেন না বলেও শুক্রবার (২২ ডিসেম্বর) নিশ্চিত করেছেন খাজা।

আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক খেলোয়াড়, পরিবারের সদস্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যু উপলক্ষে কালো ব্যান্ড নিয়মিত দেখা যায়, তবে তার জন্য ক্রিকেট বোর্ড এবং আইসিসির অনুমতি প্রয়োজন। শুক্রবার এমসিজি-তে দেওয়া বক্তব্যে খাজা বলেন, তিনি বিশ্বাস করেন না যে আইসিসি ধারাবাহিকভাবে তাদের নিজস্ব নিয়মকানুন বাস্তবায়ন করছে।

খাজা বলেন, "তারা দ্বিতীয় দিনে (পার্থে) আমাকে জিজ্ঞেস করেছিল যে এটি কিসের জন্য ছিল এবং তাদের বলেছিলাম যে এটি ব্যক্তিগত শোকের জন্য। আমি কখনো বলিনি যে এটি অন্য কিছুর জন্য। জুতা একটি ভিন্ন বিষয় ছিল, আমি এটা বলতে পেরে আনন্দিত। আর্মব্যান্ড ইস্যুতে অভিযোগটি আমার কাছে কোনও অর্থ বহন করে না। আমি সব নিয়ম কানুন মেনে চলেছি, অতীতের দৃষ্টান্ত অনুসরণ করেছি, যারা তাদের ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতায় নাম রেখেছে, অতীতে আইসিসির অনুমোদন ছাড়াই সব ধরনের কাজ করেছে এবং কখনো তাদের তিরস্কার করা হয়নি।"

উসমান খাজা

"আমি আইসিসি এবং তাদের নিয়মকানুনকে সম্মান করি। আমি তাদের চ্যালেঞ্জ করে বলব, তারা যেন এটি সবার জন্য ন্যায্য এবং ন্যায়সঙ্গত করে তোলে এবং তারা যেভাবে দায়িত্ব পালন করে তাতে তাদের সামঞ্জস্য রয়েছে। সেই ধারাবাহিকতা এখনো পূরণ হয়নি। এ ব্যাপারে আমি খুব খোলামেলা ও সৎ ছিলাম। আমি আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।"

তিনি আরো যোগ করেন, "আমি যে বিষয়ে খুব উৎসাহী এবং শক্তিশালী বোধ করি তার উপর আলোকপাত করা ছাড়া আমার আর কোনও এজেন্ডা নেই। আমি সবচেয়ে সম্মানজনক উপায়ে এটি করার চেষ্টা করছি। আমি আমার জুতোতে যা লিখেছি, তা নিয়ে কিছুক্ষণ ভাবলাম। আমি নিশ্চিত করেছিলাম যে আমি জনসংখ্যার বিভিন্ন অংশ, ধর্মীয় বিশ্বাস এবং সম্প্রদায়কে আলাদা করতে চাই না। আমি চেয়েছিলাম এটি সত্যিই বিস্তৃত হোক কারণ আমি মানবিক ইস্যু নিয়ে কথা বলছি। আমি মানবাধিকারের সমন্বিত ঘোষণাপত্রের প্রথম অনুচ্ছেদের কথা বলছি।  আমি এটি করার কারণ হ'ল এটি আমাকে কঠোরভাবে আঘাত করেছে।"

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি নিশ্চিত করেছেন যে খাজার বার্তা জানানোর কোনো উপায় আছে কিনা তা নিয়ে বোর্ডের আইসিসির সাথে আলোচনা চলছে, যদিও বক্সিং ডে টেস্টের জন্য সময়মতো এই আলোচনার সমাপ্তিতে পৌঁছানো হবে কিনা তা এখনও অনিশ্চিত।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।





একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.