██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কেমন যাচ্ছে গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়?

ভারতের প্রধান কোচ হিসেবে প্রায় ৪ মাস কাজ করেছেন গম্ভীর।

কেমন যাচ্ছে গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়?

কেমন যাচ্ছে গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়?

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-10-29T21:53:26+06:00

আপডেট হয়েছে - 2024-10-29T21:53:26+06:00

খেলোয়াড় হিসেবে দারুণ সফল ছিলেন ভারতের গৌতম গম্ভীর। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার, বিশ্লেষকের পাশাপাশি আইপিএলে মেন্টরের ভূমিকায় দেখা গেছে তাকে। বর্তমানে কাজ করছেন ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 বিরাট কোহলির সাথে বেশ হাসিখুশি দেখা যাচ্ছে গৌতম গম্ভীরকে। 
ভারতের প্রধান কোচের দায়িত্বে প্রায় ৪ মাস কাজ করে ফেলেছেন গৌতম গম্ভীর। সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। বিশ্বকাপটা জিতিয়েই ভারতের কোচ হিসেবে বিদায় নিয়েছেন দ্রাবিড়। তার রেখে যাওয়া কোচের দায়িত্বে গম্ভীরকে বসিয়েছে বিসিসিআই। এই ৪ মাসে ভারতের প্রধান কোচ হিসেবে কেমন করলেন গম্ভীর?

প্রায় চার মাসের মধ্যে ভারতের কোচ হিসেবে কিছু বিব্রতকর রেকর্ডে জুড়ে গেছে গম্ভীরের নাম। শ্রীলঙ্কা সফর দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু গৌতম গম্ভীরের। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা গেলেও ওয়ানডে সিরিজে লঙ্কানদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে ভারত। ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারের তেতো স্বাদ পায় টিম ইন্ডিয়া।


বিব্রতকর রেকর্ড আরও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের তিনটিতেই অলআউট হয়েছিল ভারত। এমন ঘটনাও ভারতের জন্য প্রথম। সিরিজে লঙ্কান তিন স্পিনার মিলে ভারতের ২৭ উইকেট শিকার করেন। এখানেও লজ্জার রেকর্ডে মিশেছে গম্ভীরের নাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো দলের বিপক্ষের স্পিনারদের কাছে সবচেয়ে বেশি উইকেট হারানোর রেকর্ড এটি।

 শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হেরেছে গম্ভীরের ভারত। চলতি বছরে ভারতের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। ফলে ২০২৪ সালে কোনো ওয়ানডে জেতার সুযোগ পাচ্ছে না গম্ভীরের টিম ইন্ডিয়া। এক বছরে ভারত কোনো ওয়ানডে না জিতেই কাটিয়ে দিয়েছিল সর্বশেষ ১৯৭৯ সালে, ৪৫ বছর আগে। সেই বিব্রতকর রেকর্ডের তিক্ত স্বাদও পেয়ে গেছে ভারত।


ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে অবশ্য ভালো করেছে ভারত। ২ টেস্টের সাথে ৩ টি-টোয়েন্টির সিরিজেও টাইগারদের করেছে হোয়াইটওয়াশ। বেশ কিছু বিশ্বরেকর্ডও গড়েছে। বিশেষ করে কানপুর টেস্টে ভারতের মাত্র ২ দিনের মধ্যে ফল বের করা বেশ প্রশংসিত হয়েছে ক্রিকেটবিশ্বে।

 

তবে বাংলাদেশ সিরিজ শেষ করেই আবারও হোঁচট খেয়েছে ভারত। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে গম্ভীরের দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে কিউইরা। ঘরের মাঠে টেস্টে প্রায় অজেয় হয়ে যাওয়া ভারতকে মাটিতে নামিয়ে এনেছে নিউজিল্যান্ড। প্রায় এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এখন উঁকি দিচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কা। সাথে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্থানটাও প্রায় নিশ্চিত থেকে কিছুটা নড়বড়ে হয়ে গেছে। মাঝে ব্যাঙ্গালুরু টেস্টে ভারতের ৪৬ রানে অলআউট হওয়ার ঘটনাও ক্রিকেটবিশ্বে তুলেছিল নিন্দার ঝড়।

প্রধান নির্বাচক অজিত আগারকারের সাথে প্রধান কোচ গৌতম গম্ভীর। 

কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞ কোনো ব্যক্তি নন গম্ভীর। তবে আইপিএলে মেন্টর হিসেবে কাজ করে সাফল্য কুড়িয়েছেন বেশ। এসব জেনেই তাকে নিয়োগ দিয়েছিল বিসিসিআই। সাথে তার পছন্দ অনুযায়ী কোচিং স্টাফের বাকি সদস্যদেরও নিয়োগ দেওয়া হয়েছে। অভিষেক নায়ার, রায়ান টেন ডেসকাট, মরনে মরকেল সকলেই গম্ভীরের ঘনিষ্ঠ। ফলে এমন জায়গা থেকে ফল বের করে আনার ক্ষেত্রে গম্ভীরের উপর সবার প্রত্যাশাটাও অনেক বেশি।

 

গম্ভীর কোচ হওয়ার পর অনেকেই এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন অনেকেই। গম্ভীরের অধীনে ভারতের কাছ থেকে আগ্রাসী ক্রিকেটের বারুদ দেখার অপেক্ষায় ছিলেন রথী-মহারথীরা। অনেকেই অবশ্য বেঁকেও বসেছিলেন। অনভিজ্ঞ গম্ভীরকে কোচ হিসেবে পছন্দ ছিল না তাদের। কোন পক্ষ সঠিক ছিল তা এখনও বলে দেওয়ার সুযোগ নেই।


২০২৭ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সাথে চুক্তি আছে গম্ভীরের। ইতিহাস ঘাটলে প্রধান কোচদের বেশিরভাগ ক্ষেত্রে পুরো মেয়াদ সুযোগ দিয়েছে বিসিসিআই। ফলে সামনের দিনে এমন অবস্থা থেকে তার দল ঘুরে দাঁড়াতে পারে কিনা তা-ই দেখার ব্যাপার। তখনই বিচার করা যাবে কোচ হিসেবে কতটা সফল হতে পারলেন গম্ভীর।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.