ক্যাচ নিতে উডকে বাধা দিয়ে নিন্দার জোয়ারে ভাসছেন ওয়েড
ইংলিশ পেসার মার্ক উডকে বাধা দিয়ে নিন্দার জোয়ারে ভাসছেন অজি ব্যাটার ম্যাথু ওয়েড। এই ঘটনার বিপরীতে রিভিউ না নেওয়ার পক্ষে মজার উত্তর দিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2022-10-09T21:11:36+06:00
আপডেট হয়েছে - 2022-10-09T21:35:50+06:00
খেলার সারসংক্ষেপ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার (৯ অক্টোবর) মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসেন ম্যাথু ওয়েড। এই অজি ব্যাটার ইংলিশ বোলার মার্ক উডকে ক্যাচ নিতে বাধা দেন।
ক্যাচ নিতে উডকে বাধা দেন ওয়েড
এমনিতেই কিছু দিন আগে ভারতের নারী ক্রিকেটার দীপ্তি শর্মার করা মানকাডিং নিয়ে 'খেলোয়াড়সুলভ আচরণ' বা স্পোর্টসম্যানশিপ রয়েছে আলোচনায়। এমন উত্তপ্ত সময়েই আরেক কান্ড ঘটিয়ে বসলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার ওয়েড। ইংল্যান্ডের পেস বোলার উডকে সরাসরিই ফিল্ডিংয়ে বাধা দিয়েছেন তিনি। এই ঘটনার পর খোদ অস্ট্রেলিয়ান সমর্থকরাও দুয়ো দিচ্ছেন ওয়েডকে। তুমুল সমালোচনার শিকার হচ্ছেন এই ব্যাটার।
পার্থ স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে উদ্বোধনী জুটিতেই মাত্র ১১.২ ওভারে ১৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসই ইংল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেন। বাটলার ও হেলসের বিধ্বংসী ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও ছিল জয়ের পথে। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেললে এই ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য কঠিন হয়ে ওঠে। অর্ধশতক হাঁকানো ডেভিড ওয়ার্নার বিদায় নেওয়ার পর অজিদের জয় এনে দেওয়ার দায়িত্ব পড়ে ওয়েডের কাঁধে। এই চাপের মুহূর্তেই মেজাজ হারিয়ে ফেলেন ওয়েড।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে ইংলিশ পেসার উডের বলে ক্যাচ তুলে দেন ওয়েড। বল লম্বভাবে উঠে যায় ওপরের দিকে। ওয়েড রান নেওয়ার কথা ভাবলেও তৎক্ষণাৎ আবার ক্রিজে ফিরতে চেষ্টা করেন। অপরদিক থেকে বোলার উডও ছুটে আসেন তা লুফে নেওয়ার জন্য। তখনই ব্যাটার ওয়েড হাত দিয়ে বোলার উডের বুক বরাবর ধাক্কা দিয়ে তার পথে বাধা সৃষ্টি করেন। ফলে ক্যাচটি নিতে বলের কাছে যেতেও ব্যর্থ হন উড।
এই ঘটনার পর ইংলিশ অধিনায়ক ও উডের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল তারা রিভিউ নেওয়ার দিকেই যাবেন। তবে না, পরে দেখা যায় তাদের থেমে যেতে। আম্পায়ারও কোনো প্রতিক্রিয়া দেখাননি।
ম্যাচ শেষে অবশ্য রিভিউ না নেওয়ার প্রসঙ্গে মজার উত্তর দিয়েছেন বাটলার। তিনি বলেন, "আমি বলের দিকে তাকিয়ে ছিলাম। নিশ্চিত ছিলাম না ওদিকে কী হয়েছিল। আপিল করার কথাও ভেবেছিলাম। কিন্তু তারপর ভাবলাম, এবার আমরা অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন থাকব, সফরের শুরুতেই এমন কিছু করা ঝুঁকিপূর্ণই হবে।"
তবে ইংল্যান্ড বা আম্পায়াররা সহজেই ওয়েডকে ছেড়ে দিলেও দর্শক ও ক্রিকেট বিশ্লেষকদের থেকে রেহাই পাচ্ছেন না ওয়েড। তুমুল সমালোচনার জোয়ারে ভাসছেন তিনি। ইচ্ছাকৃতভাবেই ওয়েড এটি করেছেন বলে দাবি করছেন ক্রিকেট সমর্থকরা। তবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এই ঘটনাকে তারা সমর্থন করছেন না। কেউ কেউ তো ওয়েডকে প্রতারকও বলেছেন।
উল্লেখ্য, ম্যাচটির ফয়সালা হয়েছে শেষ ওভারে। স্বাগতিক অস্ট্রেলিয়া হেরেছে ৮ রানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।