ক্যারিবিয়ান ক্রিকেটে সুদিন ফেরানোর উপায় বাতলে দিলেন রোচ
সবাইকে কাজ শুরু করার তাগাদা দিয়েছেন রোচ।

ক্যারিবিয়ান ক্রিকেটে সুদিন ফেরানোর উপায় বাতলে দিলেন রোচ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-19T19:29:14+06:00
আপডেট হয়েছে - 2023-09-19T19:29:14+06:00
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে যেন নেমে এসেছে ঘোর দুঃসময়। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পুরো ক্রিকেট দুনিয়ায় মাতামাতি থাকলেও ওয়েস্ট ইন্ডিজের তা করার সুযোগ নেই। থাকবে কেমন করে? এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতাই যে অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
কেমার রোচ। ছবি : গেটি ইমেজস
বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পারফরম্যান্সের গ্রাফটা নিম্নমুখী। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখাচ্ছেন ক্যারিবিয়ানরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আর এবারের ওয়ানডে বিশ্বকাপে তো যেতেই পারল না তারা।
এমন বিশাল বিপদ থেকে উত্তরণের উপায়ও বাতলে দিয়েছেন ৩৫ বছর বয়সী ক্যারিবিয়ান পেসার কেমার রোচ। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টকে কেমার রোচ বলেন, ‘আমি জানি, ছেলেরা এতে হতাশ। কিন্তু আমাদের ওখানে ক্রিকেটের উন্নতি করতে কী করতে হবে, এটিই আসলে তার অনেক কিছু বলে দেয়। সত্যি বলতে কী, আমাদের ক্রিকেটের মান ও অবকাঠামো তেমন ভালো নয়। অনেক কিছু করতে হবে।’
সে জন্য দ্রুতই কাজে নেমে পড়তে হবে বলে মনে করেন তিনি, ‘সবাইকে বসতে হবে। সিরিয়াস আলোচনা করতে হবে এসব বাস্তবায়ন করতে গেলে। তবে শুধু কথা বললে হবে না, ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেটের উন্নতি করতে হলে কাজ করতে হবে। এটি (বিশ্বকাপে সুযোগ না পাওয়া) আসলে চোখ খুলে দেওয়ার মতো।’
রোচ আরও জানিয়েছেন,‘অবশ্যই সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ভুগতে হয়েছে, সেগুলো আসলে আমাদের ওখানে কী হচ্ছিল, সেটির একটা বহিঃপ্রকাশ। এখন তো এটা প্রকাশ্য, সবাই দেখছেন। আমি সত্যিই আশা করি, পরের চার বছরে যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দায়িত্বে আছেন, তারা বসবেন। সত্যিকার আলোচনা করবেন। আর ক্রিকেটের উন্নতিতে এসব কথার বাস্তবায়ন করবেন। অনেক কিছুই করতে হবে। অনেক সহজ–সরল ব্যাপারই করতে হবে।’
কোন কোন জায়গায় উন্নতি করতে হবে তাও মনে করিয়ে দিয়েছেন রোচ, ‘কাজগুলো তো সহজই। পিচের উন্নতি লাগবে। আমরা আমাদের ফাস্ট বোলারদের জন্য পরিচিত, আমাদের প্রজন্মের অনেক আগে থেকেই। এখানে অনেক মেধা আছে। মেধাবীরা উন্নতি করতে চায়, আরও ভালো করতে চায়। তবে আমাদের অবকাঠামো নেই। এসব করার মতো পিচ নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রেসিডেন্ট বা নেতৃত্বে থাকলে অবশ্যই এটিই আমার প্রথম কাজ হতো।’
কেমার রোচ। ছবি : গেটি ইমেজস
টেস্ট ক্রিকেট নিয়েও আলাদা করে কথা বলেছেন রোচ। লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেট অবহেলিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। মাঠের পারফরম্যান্সও হতাশাজনক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাড়াকাড়ি অর্থের ঝনঝনানিতেই এখন বেশি আগ্রহ ক্যারিবিয় তরুণদের। ফলে টেস্ট ক্রিকেটে একদমই দুর্বল হয়ে পড়েছে তারা। রোচ ভালো করেই জানেন সেই বাস্তবতাটা, ‘সত্যি বলতে কী, এরই মধ্যে হারিয়ে গেছে (টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা)। তরুণ প্রজন্মের অনেকেই টি-টোয়েন্টিতে আগ্রহী, এটি নিয়েই রোমাঞ্চিত। এখন যারা তরুণ, পেশাদার ক্রিকেটার। তাদের কয়েকজনকে আমি চিনি, যাদের কাছে টেস্ট ক্রিকেট ঠিক বাস্তবসম্মত নয়।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।