গতি আর বাউন্সের কারণেই টেস্ট দলে নাহিদ রানা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-03-18T20:17:32+06:00
আপডেট হয়েছে - 2024-03-18T20:20:27+06:00
বয়স মাত্র ২১। তার চেয়েও বড় কথা, দেশের ক্রিকেটের সমর্থকদের কাছে তিনি ততটা চেনা পরিচিত নন। এবারের বিপিএলে খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বিপিএলের পর কোন ম্যাচ খেলারই সুযোগ হয়নি, অর্থাৎ ডিপিএলে এখনও মাঠে নামা হয়নি তার। সেই নাহিদ রানাই সুযোগ পেলেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত টেস্ট দলে নাহিদের নাম দেখে অবাক অনেকেই। খ্যাতির দিক থেকে পিছিয়ে থাকলেও নাহিদ এগিয়ে গেছেন পেস আর বাউন্সের কারণে। মাত্র ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই শিকার করেছেন ৬৩টি উইকেট। ডানহাতি এই পেসার এবার জায়গা করে নিলেন টেস্ট আঙিনায়।
এক প্রান্ত থেকে টানা বল করে যেতে পারেন। ছোট্ট ক্যারিয়ারে নাহিদ ৫ উইকেট নিয়েছেন ৩ বার, ৫ বার ইনিংসে ৩ উইকেট শিকারের কীর্তি আছে তার। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগে খেলেন। বিসিএল খেলেন নর্থ জোনের হয়ে। চাপাইনবাবগঞ্জের এই ক্রিকেটার সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিলেন খুলনা টাইগার্সে। দুটি ম্যাচ খেলে শিকার করেছেন দুটি উইকেট।
টানা ক্রিকেটের ধকল কাটাতে তাসকিন আহমেদ টেস্ট থেকে নিয়েছেন বিরতি। এবাদত হোসেন চৌধুরী লড়াই করছেন ইঞ্জুরির সাথে। সেই সুবাদে লাল বলের ক্রিকেটে স্বপ্ন সত্যি হওয়ার পথে এই তরুণ ক্রিকেটারের। শ্রীলঙ্কার সাথে যদি সুযোগ না-ও মেলে একাদশে, অন্তত টেস্ট দলের পুলে তার জায়গা যে পাকা, তা স্পষ্ট নির্বাচক আব্দুর রাজ্জাকের কথায়।
রাজ্জাক বলেন, ‘নাহিদ রানাকে নেওয়া হয়েছে এটা দেখে, ওর যথেষ্ট পেস ও বাউন্স আছে। প্রথম শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যানও যথেষ্ট ভালো। আমার মনে হয় এ মুহূর্তে ও দেশের সবচেয়ে গতিময় ফাস্ট বোলার। এ কারণেই তাকে বিবেচনা করা হয়েছে। আর যেহেতু এবাদত ও তাসকিন এভেইলেবল না, ফাস্ট বোলিং ডেপথ ঠিক রাখতে আমাদের মনে হয়েছে মুশফিক ও ওকে দলে রাখার সঠিক সময়।‘
বয়সভিত্তিক দলে সেভাবে আলো ছড়ানো কোনো নাম নয়, কিংবা ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়ে খুব বেশি মাতামাতি হয়েছে এমনও নয়। তবে জহুরীর চোখ হীরা চিনতে ভুল করে না। নতুন নির্বাচক প্যানেল যেন তারই প্রমাণ দিয়েছে। এবার অপেক্ষা সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার। যদি তা করতে পারেন, তাহলে টেস্ট দলে নিয়মিত মুখ হয়ে উঠতে পারেন নাহিদ রানা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।