██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

গাপটিলের ক্যারিয়ার উদযাপনে 'থ্যাংক ইউ গাপ' দিবস পালন করবে নিউজিল্যান্ড

আগামী বছরের ৪ জানুয়ারি মার্টিন গাপটিলের ক্যারিয়ার উদযাপনের জন্য নির্ধারণ করেছে নিউজিল্যান্ড

গাপটিলের ক্যারিয়ার উদযাপনে 'থ্যাংক ইউ গাপ' দিবস পালন করবে নিউজিল্যান্ড
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-12-23T09:28:00+06:00

আপডেট হয়েছে - 2023-12-23T09:28:00+06:00

গত বছর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে বাদ পড়েন মার্টিন গাপটিল। কার্যত তখনই বুঝা যায়, নিউজিল্যান্ডের পক্ষে গাপটিলের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। তারপর আর দলে সুযোগও পাননি তিনি। তবে গাপটিলের অবদান ভোলেনি নিউজিল্যান্ড। তাই নতুন বছরের শুরুতেই তার ক্যারিয়ার উদযাপনের জন্য একটি দিন নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ডটি।

মার্টিন গাপটিল

আগামী ৪ জানুয়ারি ইডেন পার্ক আউটার ওভালে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে অকল্যান্ড এসিসের সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি ম্যাচে গাপটিলের জন্য রাখা হয়েছে বিশেষ অনুষ্ঠান। 'থ্যাঙ্ক ইউ, গাপ' দিবসটি নিউজিল্যান্ড ও অকল্যান্ড ক্রিকেটে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের অবদানকে সম্মান জানাবে। উদযাপনের অংশ হিসাবে ইডেন পার্ক আউটার ওভাল প্রশংসাপত্র ম্যাচের জন্য 'দ্য মার্টিন গাপটিল ওভাল' হয়ে উঠবে।

গাপটিলের অবদান তৃণমূল স্তরেও স্বীকৃত হবে। ২০২৪-২৫ মৌসুম থেকে অকল্যান্ডের পুরুষদের প্রিমিয়ার ক্লাব টি-টোয়েন্টি প্রতিযোগিতার নাম হবে মার্টিন গাপটিল কাপ। গাপটিল জোর দিয়ে বলেছেন যে এটি তার অবসরের পার্টি হবে না এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-২০ এবং টি-১০ লিগে খেলা চালিয়ে যাবেন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

এক বিবৃতিতে অকল্যান্ড ক্রিকেটের সিইও ইয়ান ল্যাকসন বলেন, 'মার্টিন নিঃসন্দেহে আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা সাদা বলের ক্রিকেটার এবং আমরা ক্রিকেটের জন্য সে যা করেছে তা উদযাপন করতে এবং স্বীকৃতি দিতে চেয়েছিলাম।'

'তার ক্যারিয়ার এমন একটি যা মাঝে মাঝে চলমান হাইলাইটস রিলের মতো মনে হয়, এমন অনেক মুহূর্ত রয়েছে যেখানে তিনি অকল্যান্ডের হয়ে ঘরোয়া পর্যায়ে বা নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই প্রচেষ্টাগুলি আমাদের সকলের জন্য স্মৃতি তৈরি করেছে এবং আমরা চাই যে সবাই আমাদের সাথে আসুক এবং সেই সমস্ত বিশেষ মুহুর্তের জন্য তাকে ধন্যবাদ জানাতে আমাদের সাথে যোগ দিক।'

২০০৬ সালের জানুয়ারিতে অকল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া গাপটিল ৩৭.৯১ গড়ে এবং ১৩৩.২৩ স্ট্রাইক রেটে ২৩১৩ রান করে এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩১.৮১ গড়ে এবং ১৩৫.৭০ স্ট্রাইক রেটে ৩৫৩১ রান নিয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে গাপটিলের চেয়ে বেশি রান করেছেন একমাত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে গাপটিলের মোট সংগ্রহ ৯৩৫৩ রান। সেঞ্চুরি ছয়টি ও হাফ-সেঞ্চুরি ৫৪টি।

ওডিআই ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১৯৮টি ম্যাচ ও করেছেন ৭৩৪৬ রান। সেঞ্চুরি ১৮টি ও হাফ-সেঞ্চুরি ৩৯টি। সাদা পোশাকে নিউজিল্যান্ডের পক্ষে ৪৭ ম্যাচে গাপটিলের সংগ্রহ ২৫৮৬ রান। এই সংস্করণে তিনি শতক হাঁকিয়েছেন তিনটি ও অর্ধশতক হাঁকিয়েছেন ১৭টি।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.