'গামবল' শব্দে প্রবল আপত্তি গাভাস্কারের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-08T13:05:11+06:00
আপডেট হয়েছে - 2024-10-08T13:05:11+06:00
ভারতের সেই পাগলাটে ব্যাটিংকে আখ্যায়িত করা হচ্ছে 'গামবল' হিসেবে। তবে এই ব্যাটিংয়ের জন্য হেড কোচ গৌতম গম্ভীরকে কৃতিত্ব দেওয়া মোটেও পছন্দ হচ্ছে না সুনীল গাভাস্কারের। তাই 'বাজবলের' আদলে 'গামবল' নামকরণে প্রবল আপত্তি জানিয়েছেন তিনি।'
এক কলামে গাভাস্কার লিখেছেন, 'ভারতের ব্যাটিং বেশ রোমাঞ্চকর এবং সতেজ ছিল। কিন্তু যে নাম দেওয়া হয়েছে তা খুব পুরনো, বস্তাপচা। আমেরিকায় ৫০ বছর আগে ওয়াটার-গেট কেলেঙ্কারির পর এখন যেভাবে কোনো কেলেঙ্কারির সঙ্গে এই-গেট, ঐ-গেট জুড়ে দেওয়া হয় সেভাবেই ভারতের ব্যাটিং কৌশলকে অমুক-বল, তমুক-বল নাম দেওয়া হচ্ছে। বাজবল থেকে এটা শুরু হয়েছে।'
গাভাস্কার মনে করেন, ভারতের এই আগ্রাসী ব্যাটিংয়ের কৃতিত্ব শুধুই অধিনায়ক রোহিত শর্মার ছিল। তাই গম্ভীরকে এর কৃতিত্ব দেওয়ার কোনো কারণই দেখছেন না এই কিংবদন্তি।
তিনি বলেন, 'একটা সংবাদপত্রে দেখলাম রোহিতের প্রশংসা করে ভারতের আগ্রাসী খেলাকে ‘বসবল’ আখ্যা দেওয়া হয়েছে। কারণ দলে অধিনায়কই ‘বস’। এটা ঠিকই যে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তবু কিছু মানুষ কোচের নাম ধার করে একে ‘গামবল’ বলা শুরু করেছে। বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালাম একসঙ্গে কাজ শুরু করার পর ইংল্যান্ডের খেলা বদলে গিয়েছে ঠিকই। কিন্তু গত দুই বছর ধরে রোহিতকে এভাবেই ব্যাট করতে দেখেছি।'
গাভাস্কার ক্ষোভ প্রকাশ করে আরও লিখেছেন, 'গম্ভীর সবে দুই মাস হল ভারতের কোচ হয়েছে। এখনই ওর নামের সঙ্গে খেলার কৌশল জুড়ে দেওয়াকে আমি পদলেহনের শ্রেষ্ঠ উদাহরণ বলে মনে করি। যদি কাউকে কৃতিত্ব দিতেই হয় তা হলে রোহিতকেই দেওয়া উচিৎ।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।