গ্রেটার নয়ডায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-09-11T10:56:15+06:00
আপডেট হয়েছে - 2024-09-11T10:56:15+06:00
দিনের খেলা শুরু হওয়ার সময় আসতে না আসতেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আফগানিস্তান-নিউজিল্যান্ড একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা। এর আগে ঝলমলে রোদ থাকা সত্ত্বেও দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়। কোনো বল গড়ায়নি প্রথম দিনেও। পাঁচদিনের ম্যাচের তিন দিন চলে গেলেও, টসটাও এখনও করতে পারেননি ম্যাচ অফিসিয়াল ও অধিনায়করা।
এই ম্যাচকে ঘিরে মাতামাতি গোটা ক্রিকেট দুনিয়া জুড়ে। অবশ্য আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। ভারতকে আফগানিস্তান নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে। বিসিসিআই তাদের জন্য বরাদ্দ দিয়েছে তিনটি ভেন্যু- ব্যাঙ্গালোর, কানপুর ও গ্রেটার নয়ডা। বাকি দুটি ভেন্যু এখন ঘরোয়া ক্রিকেটের জন্য বরাদ্দ। এদিকে নিউজিল্যান্ডের আঁটসাঁট সূচি। আফগানিস্তান তাই বেছে নেয় নয়ডাকেই।
তবে এই মাঠের অবস্থা এত নাজুক যে, দ্বিতীয় দিন বৃষ্টির বদলে রোদ উঠলেও কোনো বল মাঠে গড়ায়নি, আর তৃতীয় দিন সকালের বৃষ্টি দেখেই বাতিল করতে হলো দিনের খেলা। কারণ বৃষ্টি যদি থেমেও যায়, আউটফিল্ডের যে অবস্থা- তাতে সারাদিনেও মাঠ প্রস্তুত করার সামর্থ্য নেই এই ভেন্যুর কর্তৃপক্ষের।
প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন ছিল ঝলমলে রোদ। তবে আউটফিল্ড নিমজ্জিত ছিল পানিতে। বাধ্য হয়ে মাঠকর্মীরা বিদ্যুতের লাইন টেনে টেবিল ফ্যান ও স্ট্যান্ড ফ্যান দিয়ে মাঠ শুকানোর কাজ করেন। এরপর মাঠের বাইরের অন্য জায়গা থেকে ঘাস তুলে এনে লাগানো হয় মাঠে। আর এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
ইতিহাসে টেস্ট ম্যাচ পরিত্যক্ত, অর্থাৎ কোনো বল না গড়িয়েই শেষ হওয়ার ঘটনা খুব কম। এখন পর্যন্ত মাত্র ৭ বার দেখা গেছে এমন নজির, যার সর্বশেষটি ১৯৯৮ সালে। আধুনিক প্রযুক্তির উৎকর্ষের এই যুগে এসে কোনো টেস্টের ৩ দিনে টসও সম্পন্ন করা যায়নি, বিষয়টি মেনে নিতে পারছে না ক্রিকেট দুনিয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।