ঘরের মাঠ বলে বাড়তি আত্মবিশ্বাস চট্টগ্রামের ছেলে নাঈমের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-27T19:34:34+06:00
আপডেট হয়েছে - 2024-10-27T19:34:34+06:00
চট্টগ্রামের ছেলে নাঈম হাসান। বেড়ে ওঠা, বড় হওয়া- সবই এখানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তাই তার কাছে কোনো ক্রিকেট ভেন্যু নয়, যেন নিজের বাড়ি। সেই বাড়ির উঠোনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার আগে আরও একবার নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী ২৪ বছর বয়সী অফ স্পিনার।
চট্টগ্রামে ফাইফার আছে নাঈমের। ৩ ম্যাচে বল করে বাগিয়ে নিয়েছেন ১৩ উইকেট। এখানে খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিও। এবার স্পিন দিয়ে বড় ভূমিকা রাখতে চান সাগরিকায়।
'অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। আমাদের স্পিনাররা তো আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে- তাইজুল ভাই, মিরাজ ভাই... ইনশাআল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।'
'আলহামদুলিল্লাহ সর্বশেষ ম্যাচ যখন খেলেছি এ মাঠে ৬ উইকেট পেয়েছি। কিন্তু এখন চেষ্টা করছি, প্রস্তুতি ভালো হচ্ছে আমাদের। চেষ্টা করতেছি নিজের শতভাগ দেওয়ার জন্য। মাঠে যা যা দরকার ওগুলোর প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হইছে ওগুলো নিয়ে কাজ করছি যেন সামনে আর না হয়।'
উইকেট এখনও না দেখলেও তা বাংলাদেশের পক্ষে কাজ করতে পারে বলে বিশ্বাস এই স্পিনারের, 'উইকেট আমি দেখিনি, উইকেটটা যদি স্পিন ফ্রেন্ডলি হয়, তাহলে তো স্পিন হবে। আমাদের এ মাঠে একটু স্লো স্পিন হয়, যেটা আমাদের জন্য ভালো। কারণ, ওরা তো মিরপুরে অনেক আস্তে বোলিং করেছে, আমাদের স্পিনাররা তো ৯০ এর ওপর বোলিং করে। ঐ হিসেবে আমাদের জন্য ভালো।
'এখানে সৌরভ ভাই, মুশি ভাই খুব ভালো স্পিন খেলে। ঐ জায়গা ছিল স্কিডি এখানে স্লো, সে হিসেবে আমাদের স্পিন ইউনিটটা ভালো। কারণ, তারা জোরে বল করে ৯০ ওপর।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।