চট্টগ্রাম টেস্টে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল মুমিনুলকে
অল্পের জন্য দ্বাদশ শতক হাতছাড়ার দিনে জানা গেল, কেন মুমিনুলকে খেলানো হয়নি চট্টগ্রামে, যেখানে রেকর্ড সাবেক এ অধিনায়কের পক্ষে কথা বলে।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-12-22T20:53:34+06:00
আপডেট হয়েছে - 2022-12-22T20:53:34+06:00
চট্টগ্রামে নাকি বলও কথা শুনে মুমিনুল হকের। সাগরিকায় মুমিনুলের রেকর্ড এত ভালো, তাকে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশে না দেখে অবাক হয়েছিলেন সবাই। সেই মুমিনুল ঢাকা টেস্টে সুযোগ পেয়ে করলেন বাজিমাত।
তার আগে দীর্ঘদিন লড়তে হয়েছে ফর্ম ফিরে পেতে। একপর্যায়ে একাদশ থেকেও বাদ পড়েন। কোনো পর্যায়ের ক্রিকেটেই রানের দেখা পাচ্ছিলেন না। মুমিনুল ফাঁড়া কাটালেন ঢাকা টেস্টে ৮৪ রানের ইনিংসে। অল্পের জন্য দ্বাদশ শতক হাতছাড়ার দিনে জানা গেল, কেন মুমিনুলকে খেলানো হয়নি চট্টগ্রামে, যেখানে রেকর্ড সাবেক এ অধিনায়কের পক্ষে কথা বলে।
সিডন্স নির্বাচকদের দায় চাপিয়ে দাবি করলেন, ঢাকায় মুমিনুলকে ফুরফুরে মেজাজে পেতেই বিশ্রাম দেওয়া হয়েছিল চট্টগ্রামে, 'এটা নির্বাচকদের সিদ্ধান্ত। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারটি ইনিংসে ও তেমন রান করতে পারেনি। তাকে আমরা বিশ্রাম দিয়েছিলাম। চট্টগ্রাম থাকাকালে কিছু বিষয় নিয়ে কাজ করেছি। ছন্দ ফিরে পেতে কিছু সময় দিয়েছি যাতে এসব ব্যর্থতা ভুলে যায়, আবার খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। আমাদের ৩ নম্বর নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সেখানে তাকে বিবেচনা করছি। দারুণ এক ইনিংস খেলেছে আজ।'
বিশ্রামের সময়টায় মুমিনুলের অনুশীলন ও মানসিক পরিবর্তন তাকে ফর্ম ফিরে পেতে সহায়তা করেছে বলে মনে করেন সিডন্স। তিনি বলেন, 'এটা পুরোপুরি মানসিক পরিবর্তন। পুরো সপ্তাহ আমরা তাকে নির্ভার রেখেছি। তাকে ইচ্ছামত খেলতে দিয়েছি, জোরে বল খেলেছে, অনেকটা টি-টোয়েন্টি মেজাজে। জানি না এটা তাকে সহায়তা করেছে কি না তবে আজ সে শট খেলায় মুন্সিয়ানা দেখিয়েছে। তবে দুঃখের ব্যাপার, শতক পেল না।'
মুমিনুলের মানসিক পরিবর্তনকে কৃতিত্ব দিয়ে ব্যাটিং কোচ আরও বলেন, 'সে বাজে বলের অপেক্ষা না করে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে। তার ভাবনায়ই ছিল আজ আমি রান করব। এই মানসিকতা রাখলে ভালো করার সম্ভাবনা বেড়ে যায়। অতীতে সে পরের রান কখন পাবে এটা না ভেবে ভাবত কখন একটা ভালো বল পাব।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।