চেন্নাই কিনবে অ্যান্ডারসনকে, প্রেডিকশন মাইকেল ভনের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-11T22:27:30+06:00
আপডেট হয়েছে - 2024-11-11T22:27:30+06:00
জীবনে কখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলা হয়নি যার, সেই জেমস অ্যান্ডারসন ৪২ বছর বয়সে সোয়া এক কোটি রুপি ভিত্তিমূল্যে নাম দিয়েছেন আইপিএলের নিলামে। তাকে নিয়ে কেমন কাড়াকাড়ি হবে, কোন দল স্কোয়াডে ভেড়াতে মুখিয়ে থাকবে- এসব নিয়ে যখন সবখানে আলচনা; তখন অ্যান্ডারসনের কাঙ্ক্ষিত দল নিয়ে নিজের প্রেডিকশন জানালেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
ভন মনে করেন, চেন্নাই সুপার কিংসই দলে ভেড়াতে পারে অ্যান্ডারসনকে। অ্যান্ডারসন দলটির সাথে সবচেয়ে ভালো মানানসই হবেন বলেই এমন প্রেডিকশন ইংল্যান্ডের কিংবদন্তির। ভনের যুক্তি, ‘অ্যান্ডারসনকে যদি চেন্নাই সুপার কিংস কিনে নেয় আমি মোটেও অবাক হবো না। চেন্নাই এমন একটা দল যারা শুরুর দিকের ওভারগুলোতে সুইং বোলার চায়। ওদের দলে শার্দূল ঠাকুর আছে, তবে অ্যান্ডারসনকে কিনলে অবাক হবো না।'
অ্যান্ডারসনও তার সুইংকেই মানছেন শক্তি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ভেতরে এখনও অবশ্যই এমন কিছু আছে যার কারণে আমি মনে করি আমি এখনও খেলে যেতে পারব। আইপিএলে কখনও খেলা হয়নি। কখনও এর অভিজ্ঞতা নেওয়া হয়নি। কয়েকটি কারণে আমার মনে হয়, আমার এখানে খেলোয়াড় হিসেবে কিছু দেওয়ার আছে।'
শেষ কিছু বছর শুধু লাল বলের ক্রিকেটই খেলেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর দলের বোলিং পরামর্শক বা কোচ হিসেবেও কাজ করেছেন। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যান্ডারসন। অবশ্য আন্তর্জাতিক বলতে তিনি শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছিলেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে সাদা বলের ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলেছিলেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।