জাকিরে মুগ্ধ সাকিব, জয়কে বেশি ম্যাচ খেলার পরামর্শ
অভিষেক সিরিজে জাকিরের পারফরম্যান্স দেখে সাকিব বলছেন, ভবিষ্যতে বাংলাদেশকে অনেকদিন সার্ভিস দেবেন সিলেটের এই ব্যাটার। আরেক ওপেনার জয়কে আরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়েছেন।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-12-25T14:40:20+06:00
আপডেট হয়েছে - 2022-12-25T14:47:21+06:00
খেলার সারসংক্ষেপ
ঘরোয়া ক্রিকেটে জাকির হাসান বড় নাম অনেকদিন ধরেই। ২০১৫ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়েছে ৬৯টি, এরপর গায়ে জড়াতে পেরেছেন টেস্ট জার্সি। দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা তাকে কতটা শাণিত করে তুলেছে, সেই প্রমাণ দিলেন অভিষেক সিরিজের ২ টেস্টে ১৮৬ রান করে।
মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ফাইল ছবি
অভিষেকেই বাজিমাত করা এই জাকিরের ব্যাটিং দেখে মুগ্ধ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ঠিক এক বছর আগে অভিষিক্ত তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের চেয়েও জাকিরকে বেশি মনে ধরেছে সাকিবের। তবে আশা হারাচ্ছেন না জয়কে নিয়ে। জাকির কেন জয়ের চেয়ে তার দৃষ্টিতে এগিয়ে, তার কারণও ব্যাখ্যা করেছেন সাকিব।
ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে জাকিরকে প্রশংসায় ভাসিয়ে সাকিব বলেন, 'জাকিরকে খুবই পরিণত মনে হয়েছে। খুব ভালো টেম্পারমেন্ট আছে যা টেস্টের জন্য আদর্শ। যে ধরনের ব্যাটার আমরা খুঁজছিলাম, ও সেই শূন্যস্থান পূরণ করার সামর্থ্য রাখে। এটা কেবল শুরু, বাংলাদেশের হয়ে অনেক ভালো ইনিংস খেলবে।'
অভিষেকে রঙ ছড়ানো জয়কে নিয়েও তো অনেকে বলেছিলেন এমন কথা! সেই জয় কি তাহলে হারিয়ে গেলেন? সাকিব এবার হাত দিলেন খুঁটিতে। জাকির লাল বলের ম্যাচ খেলেছেন মোট ৭১টি। ৮টি টেস্ট খেলার পরও জয়ের ক্ষেত্রে সেই সংখ্যাটা এখনও ২২। বয়সেরও পার্থক্য প্রায় তিন বছর। অভিজ্ঞতাই জাকিরকে এগিয়ে রাখছে, দাবি অধিনায়কের।
তিনি বলেন, 'জাকির নতুন খেলোয়াড় না, অনেক অভিজ্ঞ খেলোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭১টা ম্যাচ খেলেছে। খেলা দেখেই পার্থক্য বোঝা যায়। ও গত কয়েক বছর ধরেই জাতীয় দলের ধারে-কাছে রয়েছে। এমন খেলোয়াড়ের আগামী ৫-৬ বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।'
তাই বলে জয়কে নিয়ে আশা হারাচ্ছেন না অধিনায়ক। তিনি নিজে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খুব বেশি খেলেননি- অকপটে তা স্বীকার করলেও জয়ের মতো তরুণদের বেশি ম্যাচ খেলার পরামর্শ দিতে ভুলেননি। 'জয় আমাদের সিস্টেমের বাইরে নয়। ওর জন্য ভালো সুযোগ আসবে। আমি চাই সে যেন এসব সুযোগ কাজে লাগায়। ওর (প্রথম শ্রেণির) ক্যারিয়ারও যেন এমন (জাকিরের মতো) হয়।'
জাতীয় দলে আসার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩টি শতক ও ১৪টি অর্ধশতক হাঁকিয়েছেন জাকির। করেছেন চার হাজারেরও বেশি রান। এই সমৃদ্ধ পরিসংখ্যানের কারণেই সম্ভবত ভারতের মতো দলের বিপক্ষে অভিষেক সিরিজে একটুও নড়বড়ে মনে হয়নি তাকে। সাকিব তাই ফের জানালেন, টেস্টে ভালো করতে হলে প্রথম শ্রেণির ম্যাচ বেশি বেশি খেলা চাই।
তিনি বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেটে উন্নতি করতে চাইলে আরও বেশি ম্যাচ আয়োজন করতে হবে। ৫-১০টি ম্যাচ আর ৫০-৬০টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় বিস্তর ফারাক। ভারতের ক্রিকেটাররা একশর ওপরে প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসে। আমরা এক মৌসুমে ৬ থেকে ৮টা টেস্ট খেলি, তাহলে ১০ বছরে হচ্ছে ৮০টি। এই ৮০ ম্যাচ ৫ বছরে খেলানো গেলে আমরা ভালো ভালো খেলোয়াড় পাব।'
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী জয়ের জাতীয় দলের সূচনাটাও অবশ্য জাকিরের মতোই সমীহ জাগানিয়া ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে আছে শতক। ৮ টেস্টে ৩৬৩ রান করা এই তরুণ হাঁকিয়েছেন দুটি অর্ধশতকও। শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বলে আপাতত একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে তার জন্য, যা আরও কঠিন করে তুলল জাকিরের মোহনীয় অভিষেক।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।