জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সোহান
১৪ ইনিংসে ৪৬.৪৫ গড়ে ৫১১ রান করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। রয়েছে পাঁচটি ফিফটিও।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-05-14T01:55:55+06:00
আপডেট হয়েছে - 2023-05-14T02:17:02+06:00
আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। এমনকি বিশ্বকাপ দলেও থাকার ইচ্ছে পোষণ করেছেন।
বিপিএলটা-দুর্দান্ত-কেটেছে-সোহানের
চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ব্যাট হাতে দারুণ এক মৌসুম কাটল সোহানেই। মূলত জাতীয় দলে ছয় কিংবা সাতে ব্যাট করলেও প্রিমিয়ার লিগে চার, পাঁচেই করেন। যে কারণে নিজের স্বভাবজাত ব্যাটিংটা করতে পারেন।
ব্যাট হাতে দারুণ এক মৌসুম কাটানোর পর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে উঠাতে ভূমিকা রাখতে পারায় খুশি সোহান।
“আলহামদুলিল্লাহ্। যেহেতু দল এই পর্যন্ত এসেছি এবং ফাইনাল ম্যাচটিও খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে তো খুশি যে দলের জন্য অবদান রাখতে পেরেছি।”
টি-টোয়েন্টির পর টেস্ট দল থেকেও বাদ পড়েছেন সোহান। অথচ সোহানের ওয়ানডে রেকর্ড খুব একটা খারাপও নয়। অবশ্য সোহান বলছেন এতে তাঁর কোনো হাত নেই। তাঁর কাজ শুধু পারফর্ম করা।
“অবশ্যই, এটা তো আমার হাতে নেই। আমি তো সবসময়ই চাই যেখানেই সুযোগ পাই তখন পারফর্ম করতে। পারফর্ম-ই করতে চাই বাকিটা তো আমার দেখার বিষয় না।”
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। বাংলাদেশ ইতোমধ্যে কেমন দল হবে তা ছকও কষে ফেলেছেন নির্বাচকরা। সোহান আশা করছেন তিনি বিশ্বকাপ দলে থাকবেন। তবে তাঁর আগে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও এশিয়া কাপের দলে থাকাটা গুরুত্বপূর্ণ।
“নিশ্চয়ই আশা তো অবশ্যই থাকবে নিজে পারফর্ম করতে পারি এবং জাতীয় দলে ফিরতে পারি।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।