██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

জয়ের ব্যাপারে বিশ্বাসী টাইগাররা, ২০০ রানের লিডে দৃষ্টি

জয়ের ব্যাপারে বিশ্বাসী টাইগাররা, ২০০ রানের লিডে দৃষ্টি
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2024-10-23T17:41:08+06:00

আপডেট হয়েছে - 2024-10-23T18:15:20+06:00

বিশ্বাস। এই ছোট্ট এক শব্দই বাংলাদেশকে এখন দেখাচ্ছে জয়ের স্বপ্ন। খাদের কিনার থেকে উঠে দাঁড়িয়ে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর ইতিহাস রচনার আগে শিষ্যদের একটি ব্যাপারেই জোর দিচ্ছেন স্পিন কোচ মুশতাক আহমেদ- বিশ্বাস।

মুশতাক মনে করেন, বাংলাদেশের জয়ের বিশ্বাস থাকলে এই টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরে যাবে। দ্বিতীয় দিন শেষে ২০০ রানের যে লিডের কথা ভাবছিল বাংলাদেশ, তা-ও অসম্ভব নয় বলে মনে করেন এই পাকিস্তানি। বর্তমানে ৮১ রানের লিড রয়েছে বাংলাদেশের, হাতে আছে ৩ উইকেট। ৮৭ রানে অপরাজিত থেকে দলকে অভয় দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। 

ড্রেসিংরুমে জয়ের বিশ্বাস আছে জানিয়ে মুশতাক বলেন, 'ড্রেসিংরুমের অবস্থা সবসময় ভালো। কারণ আপনাকে তো বিশ্বাস রাখতে হবে। পাকিস্তান সিরিজে ১৬ রানে ৬ উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।'

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

বাংলাদেশ কত রান করতে চায়, এমন প্রশ্নের জবাবে কোচ জানান, 'যত বেশি রান করা যায়। যত বেশি সময় সম্ভব রান করা যায়। যত লিডই হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই যত বেশি সম্ভব রান চাই এখন।'

হাসান মাহমুদ দ্বিতীয় দিন শেষে বলেছিলেন, ২০০ রানের লিড নিয়ে জিততে চায় বাংলাদেশ। ২০০ রান এ পরিস্থিতিতে সম্ভব কিনা জানতে চাইলে মুশতাক বলেন, '২০০ রান, কেন নয়? ২৬/৬ থেকে আমরা টেস্ট জিতেছি। এই বিশ্বাস রাখতে হবে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কোচিং স্টাফ, আমরা এই বিশ্বাস ছড়িয়ে দেই। সব পরিস্থিতিতেই বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় বিশ্বাস করেছি, দল হিসেবে বিশ্বাস রাখলে, ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রেখে প্রক্রিয়া অনুসরণ করলে যেকোনো পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।'

জয়ের ব্যাপারে দল কতটা আশাবাদী আবারো সেই প্রশ্ন করলে মুশতাক তৃতীয়বারের মতো তুলে ধরেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও ম্যাচ জয়ের স্মৃতি।

'তৃতীয়বারের মতো বলছি, ২৬/৬ থেকে ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ এই ম্যাচও জিততে পারে। এই বিশ্বাসটাই শুধু রাখতে হবে। বিশ্বাস হলো সেই জিনিস, আপনি জানেন কোন প্রক্রিয়ায় জিততে হবে এবং হাল ছেড়ে দিবেন না। তাইজুল দারুণ ব্যাট করেছে। ১৬ রানের মতো করেছে। এটাই লড়াই। হাল ছাড়া যাবে না। মানুষ যাতে তোমাকে নিয়ে আশা করতে পারে।'

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.