টি-টোয়েন্টি বিশ্বকাপে মরগানের ফেভারিট ভারত
চোটসমস্যা থাকলেও ভারতের সমস্যা হবে না বলে মনে করেন মরগান।

বিশ্বকাপে মরগানের ফেভারিট ভারত
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-28T23:29:20+06:00
আপডেট হয়েছে - 2024-05-28T23:29:20+06:00
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বড় টুর্নামেন্টের আগে যা হয়, ক্রিকেটবোদ্ধারা জানাতে শুরু করেন নিজেদের ফেভারিট, সেমিফাইনালের চার দল, কার কী সম্ভাবনা – সবকিছু। এবার বিশ্বকাপের আগে নিজের ফেভারিট খোলাসা করেছেন ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ইয়ন মরগান। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপ বা আইসিসির যেকোনো ইভেন্টে ফেভারিটের
তালিকার উপরের দিকে থাকে ভারত। দলে একগাদা তারকা থাকায় তাদের পক্ষে বাজি ধরার
লোকের অভাব নেই। ইংলিশদের সাবেক অধিনায়ক ইয়ন মরগানও ভারতকে মনে করছেন বিশ্বকাপের
ফেভারিট। মরগান মনে করেন, ভারত এতটাই শক্তিশালী যে চোটসমস্যা থাকলেও তা টলাতে
পারবে না ভারতকে।
সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট এর পডকাস্টে মরগান বলেন, ‘টুর্নামেন্ট জুড়ে চোট ভোগালেও, নিঃসন্দেহে ভারত সবচেয়ে শক্তিশালী দল। বর্তমানে দলটির শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। তাদের ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়াদের নিয়ে আমরা কথা বলছি, কারণ তারা এতটাই সামর্থ্যবান।’
মরগান আরও জানান, ‘আমার চোখে তারা ফেবারিট। কাগজে-কলমে তাদের যে সামর্থ্য, মাঠে যদি তা দেখাতে পারে, আমার মনে হয়, তারা টুর্নামেন্টের যেকোনো দলকে ভালোভাবেই হারাতে পারবে।’
মাত্রই শেষ হল আইপিএল। এবার বিশ্বকাপের মঞ্চে নামতে হবে ভারতের ক্রিকেটারদের। বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে লড়বে ভারত। সঙ্গী হিসেবে পাচ্ছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ডকে। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।