██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ডেথ ওভারের বোলিং দিয়ে নামিবিয়াকে ১৫৫ রানে আটকে দিল স্কটল্যান্ড

ডেথ ওভারের বোলিং দিয়ে নামিবিয়াকে ১৫৫ রানে আটকে দিল স্কটল্যান্ড
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-06-07T02:37:22+06:00

আপডেট হয়েছে - 2024-06-07T02:37:22+06:00

ডেথ ওভারে দারুণ বোলিং করে নামিবিয়াকে রানে ১৫৫ রানে রুখে দিয়েছে স্কটল্যান্ড। নামিবিয়ার হয়ে একাই লড়েছেন তাদের অধিনায়ক ইরাসমাস, হাঁকিয়েছেন অর্ধশতক।


ব্রিজটাউনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। নিজেদের প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও দলীয় রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় তারা। আগের ম্যাচে ওমানের বিপক্ষে ০ রান করা মাইকেল ভন লিঙ্গেনের যায়গায় ওপেন করেছে জেপি কটজে। তবে ফলাফলে পরিবর্তন আসেনি। তিনিও আউট হয়েছেন ০ রান করে। ব্র্যাড হুইলের খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন কটজে।

বড় ইনিংস খেলতে পারেননি জ্যান ফ্রাইলিঙ্ক। ২ চার মারা ফ্রাইলিঙ্ক ১৪ বলে ১২ রান করে বোল্ড হন ব্র্যাড কারির বলে। আরেক ওপেনার নিকোলাস ডেভিন খেলছিলেন সাবলীলভাবেই। তিনিও ব্যর্থ হয়েছেন ইনিংস বড় করতে। ১২ বলে ২০ রানের দ্রুতগতির এক ছোট্ট ইনিংস খেলে তিনি আউট হন ইনিংসের পঞ্চম ওভারে।

এরপর মালান ক্রুগারকে সাজঘরে পাঠান ক্রিস গ্রিভস। ৫৫ রানে ৪ উইকেট হারানো নামিবিয়াকে পথ দেখান অধিনায়ক জেরহার্ড ইরাসমাস।  সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দারুণ উদাহরণ তৈরি করেন তিনি। পঞ্চম উইকেটে জেন গ্রিনকে সাথে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। মারকুটে ব্যাটিং করে দলের রানের গতিও বাড়ান ইরাসমাস।

ফিফটি তুলে ইরাসমাস আউট হন ডাউন দ্যা উইকেট এসে। মাইকেল লিস্কের বল ব্যাটে না লেগে উইকেটরক্ষকের হাতে চলে গেলে করা হয় স্টাম্পিং। তার ৩১ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৫ চার আর ২ ছক্কা।

ইরাসমাসের বিপর্যয় সামাল দেওয়ায় ইনিংসের পর নামিবিয়ার প্রয়োজন ছিল স্লগ ওভারে ঝড়ো ইনিংস। দলের সেই চাহিদা পূরণ করতে পারেননি ডেভিড ভিসা। ১৩ বল খেলে তিনি করেন মাত্র ১৪ রান। হুইলের বলে তুলে মারতে গিয়ে ওয়াটের হাতে তালুবন্দী হন তিনি। ঐ ওভারেই ২৮ রান করা গ্রিনকেও ফেরান হুইল।গুরুত্বপূর্ণ দুই উইকেট হারিয়ে ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা বিলীন হয়ে যায় নামিবিয়ার।

এসেই বিদায় নেন রুবেন ট্রাম্পলম্যান। বড় শট খেলার চেষ্টা করে ক্যাচ দেন হুইলের হাতে। ১৮ ও ১৯তম ওভার মিলিয়ে ৩ উইকেটে ৭ রান করে নামিবিয়া। জেজে স্মিতের ১১ রানের সুবাদে ১৫০ রানের চৌকাঠ পার করে নামিবিয়া। স্কটল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন হুইল। 

  


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.