তাইজুলের নামের পাশে ৩০০-৪০০ উইকেট চান শান্ত

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-21T23:31:48+06:00
আপডেট হয়েছে - 2024-10-21T23:31:48+06:00
দ্রুততম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আশা, ক্যারিয়ার শেষে ৩০০ বা ৪০০ উইকেট শোভা পাবে তাইজুলের নামের পাশে।
এতদিন দুইশ বা তার বেশি উইকেট শিকারের কীর্তি ছিল শুধু সাকিবের। সাকিবের অবসর পরবর্তী প্রথম টেস্টেই তাইজুল স্পর্শ করেন সাকিবের কীর্তি, সেক্ষেত্রে ম্যাচ খেলতে হয়েছে সাকিবের চেয়েও কম।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাইজুলকে অভিনন্দন জানিয়ে শান্ত লিখেছেন, 'বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশী দিবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা, ২০০কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।'
যদিও টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে খুব একটা সুযোগ পাননি তাইজুল। এমনকি টেস্টেও নিয়মিত সুযোগ হয়নি একাদশে। সাকিব অবসর নেওয়ায় এখন অবশ্য তাইজুলই টেস্টে স্পিন আক্রমণের একপ্রকার নেতা। সেক্ষেত্রে সুযোগ আরও বেশিই পাবেন এই ক্রিকেটার।
তাইজুল এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেছেন, 'অনুভূতি অবশ্যই ভালো লাগার বিষয়। বিশ্বে অনেক বোলারই আছে, ২০০-৩০০-৪০০ উইকেট। বাংলাদেশে আমরা এতদিন টেস্ট খেলি না। তাও যে ২-১ জন আছি তার মধ্যে আমিও একজন। গর্বের বিষয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে তাই হয়েছে।'
আগামী ৫ বছরে নামের পাশে ৪০০ উইকেট দেখতে চান কিনা জানতে চাইলে তাইজুল বলেন, 'আগে দেখতে হবে ৫ বছরে কয়টা টেস্ট আছে, তারপর একটা হিসাব করে উত্তর দিতে পারব। এখন উত্তর দেওয়া কঠিন। টেস্ট যদি থাকে ১০টা তাহলে তো কঠিন!'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।