██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

তিন সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার রেকর্ডগড়া সংগ্রহ

এভারেস্টসম সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তিন সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার রেকর্ডগড়া সংগ্রহ

তিন সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার রেকর্ডগড়া সংগ্রহ

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-10-07T18:48:17+06:00

আপডেট হয়েছে - 2023-10-07T18:53:48+06:00

South Africa vs Sri Lanka

সমাপ্ত
ODI4th MatchICC Cricket World Cup07-Oct-20238:30 AM

Arun Jaitley Stadium

South Africa
South Africa
428/5 (50)
Sri Lanka
Sri Lanka
326/10 (44.5)

South Africa won by 102 runs.

ম্যান অব দ্য ম্যাচAiden Markram (South Africa)

রান উৎসব দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই দাঁড় করিয়েছে ৪০০ পার করা সংগ্রহ। এক ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন-তিনজন ব্যাটার! ভাবা যায়! শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে এভারেস্টসম ৪২৮ রানের পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। [এখানে কুইজ খেলে জিতে নিন বাংলাদেশ দলের জার্সি]  

দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি কক। ছবি : গেটি ইমেজস

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। দলের ১০ রানের মাথায় ৫ বলে ৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান দলীয় অধিনায়ক টেম্বা বাভুমা।

তবে বাভুমার উইকেট হারানোটা যেন শাপেবর হয়ে এল দক্ষিণ আফ্রিকার জন্য। তিনে নামা র‍্যাসি ভ্যান ডার ডুসেন এবং টিকে থাকা কুইন্টন ডি কক মিলে এরপর এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রোটিয়াদের ইনিংস। দুজনে দারুণভাবে জমে যান ক্রিজে। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে শক্ত ভিত্তি পায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন ডি কক এবং ডুসেন। দুজনের মারমুখি ব্যাটিংয়ের সামনে খাবি খাচ্ছিলেন লঙ্কান বোলাররা। শ্রীলঙ্কার বোলারদের পিটিয়ে কচুকাটা করে বোর্ডে রান তুলছিলেন দুই প্রোটিয়া ব্যাটার। দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন তারা। ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে।

 

ফিফটি ছুঁয়েও কোনো থামাথামি নেই। অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শনীতে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ডি কক এবং ডুসেন। তাদের ব্যাটিংয়ের সামনে চোখের পানি আর নাকের পানি এক হয়েছে শ্রীলঙ্কার বোলারদের। দুজনের জুটি থেকে রান আসে ২০৪, বল লেগেছে মাত্র ১৭৪টি। ততক্ষণে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন ডি কক। ৮৪ বলে ঠিক ১০০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলের ২১৪ রানের মাথায় বিদায় নেন তিনি।

 প্রোটিয়া ব্যাটারদের সামনে পাত্তাই পাননি লঙ্কান বোলাররা। ছবি : গেটি ইমেজস

এরপর সেঞ্চুরির দেখা পেয়েছেন ডুসেনও। ১১০ বলে ১০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ২৬৪ রানের মাথায় থামেন ডুসেন। দুজনের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে বিশাল সংগ্রহ দাঁড় করানোর বেশ ভালো একটি মঞ্চ পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

 

সেই মঞ্চটা দারুণভাবে কাজে লাগাতে শুরু করেন এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেন। ক্রিজে নেমেই বেধড়ক পিটুনি শুরু করেন দুজন। তাদের মারমুখি ব্যাটিংয়ে পাগলা ঘোড়ার বেগে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ক্লাসেন ২০ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেও মার্করামকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি।

 ব্যাট হাতে অনবদ্য ছিলেন ডুসেন। ছবি : গেটি ইমেজস

শেষমেশ তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগারটা ছুঁয়েছেন মার্করাম। বিশ্বকাপের ইতিহাসে হাঁকিয়েছেন দ্রুততম সেঞ্চুরি, মাত্র ৪৯ বলে ছুঁয়েছেন ১০০। ৫৪ বলে ১০৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন মার্করাম। 


তবে মার্করামের আউটের পরেও থামেনি প্রোটিয়াদের ছুটে চলা। এদিন যেন লঙ্কান বোলারদের খেলনা বানিয়ে খেলছিলেন তারা। ডেভিড মিলার শেষ দিকে খেলেন ২১ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস। মার্কো ইয়ানসেন অপরাজিত ছিলেন ৭ বলে ১২ রান করে। সব শেষে নির্ধারিত ৫০ ওভারের পর ৫ উইকেট হারিয়ে ৪২৮ রানের এভারেস্টসম সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এটিই। শেষ ১০ ওভারে ১৩৭ রান তুলেছে প্রোটিয়ারা। 

পাত্তাই পাননি লঙ্কান বোলাররা। ছবি : গেটি ইমেজস

শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা। এছাড়া ১টি করে উইকেট তোলেন কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা এবং দুনিথ ভেল্লালাগে। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.