ত্রাতা বাবর-শাহীন, টেনেটুনে জিতল পাকিস্তান
লো স্কোরিং থ্রিলারে পাকিস্তানের জয়।

ত্রাতা বাবর-শাহীন, টেনেটুনে জিতল পাকিস্তান
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-17T00:18:37+06:00
আপডেট হয়েছে - 2024-06-17T00:18:37+06:00
Pakistan vs Ireland
Central Broward Regional Park Stadium Turf Ground

Pakistan
111/7 (18.5)

Ireland
106/9 (20)
Pakistan won by 3 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Shaheen Afridi (Pakistan) |
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা রোমাঞ্চ ছড়িয়ে জিতেছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। এই জয়ের ফলে ২ জয় নিয়ে বিশ্বকাপ শেষ করল তারা, অন্যদিকে কোনো জয় ছাড়া বিশ্বকাপ শেষ করেছে আয়ারল্যান্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পাকিস্তান ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে লডারহিলে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা জঘন্য হয়েছে আইরিশদের। প্রথম ওভারেই ডাক মেরে সাজঘরে ফিরে যান ওপেনার অ্যান্ড্রু বালবির্নি। তিনে নেমে বেশিক্ষণ টেকেননি লরকান টাকারও। প্রথম ওভারেই বিদায় নিয়েছেন তিনিও। ২ বলে ২ রানের ইনিংস খেলে ফিরেছেন টাকার।
উইকেটের ধারা বইছিলই আইরিশদের। পরের টানা দুই ওভারে ফিরেছেন অধিনায়ক পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর। ২ বলে ১ রান করে বিদায় নেন স্টার্লিং। অন্যদিকে টেক্টর খেলেছেন ৬ বল, তবে বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই।
পাওয়ারপ্লের মধ্যে আরও একটি উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬ ওভারে ৩২ রান তোলে আয়ারল্যান্ড, উইকেট হারায় ৫টি। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের ওভারেই ফিরেছেন কার্টিস ক্যাম্ফার। ১৪ বলে করেছেন ৭ রান।
পাকিস্তানের বোলাররা ছিলেন দারুণ ছন্দে।
৩২ রানে ৬ উইকেট হারিয়ে যখন চরম বিপদে দল, তখনই দলের হাল ধরেন গ্যারেথ ডিলানি এবং মার্ক অ্যাডায়ার। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ক্রিজে জমে যান দুজন। অ্যাডায়ার অতটা মারমুখি না হলেও ডিলানি যথেষ্ট আগ্রাসী ব্যাটিং করেছেন। দুজনের জুটি চড়ে শুরুর বিপদ অনেকটাই সামাল দেয় আয়ারল্যান্ড।
১৯ বলে ৩১ রানের ঝলমলে ইনিংস খেলে ডিলানি আউট হয়েছেন দলের ৭৬ রানের মাথায়। অ্যাডায়ার খেলেছেন ১৯ বলে ১৫ রানের ইনিংস। শেষ দিকে ঝড় তুলেছিলেন জশ লিটল। ১৮ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। লিটলের ব্যাটে চড়েই ১০০ রান পার করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম এবং শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ২ উইকেট নেন মোহাম্মদ আমির, ১ উইকেট তোলেন হারিস রউফ।
আইরিশ বোলাররা চেপে ধরেন পাক ব্যাটারদের।
জবাব দিতে নেমে সাইম আইয়ুব এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে এগিয়ে যেতে থাকে পাকিস্তান। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ২৩ রান। ১৭ বলে ১৭ রান করে বিদায় নেন সাইম। তিনে নেমে রিজওয়ানকে সাথে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক বাবর আজম। পাওয়ারপ্লের একদম শেষ ওভারে গিয়ে আউট হন রিজওয়ান, ১৬ বলে করেন ১৭ রান। পাওয়ারপ্লের ছয় ওভারে দুই ওপেনারকে হারিয়ে ৪০ রান তোলে পাকিস্তান।
তবে পাওয়ারপ্লের পর যেন শনির দশা লাগে পাকিস্তানের ইনিংসে। বাবর আজম এক প্রান্তে অটল থাকলেও আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়তে থাকে। ক্রিজে গিয়ে যেন দাঁড়াতে পারছিলেন না পাকিস্তানের ব্যাটাররা। ৫২ রানের মাথায় ফখর জামানকে দিয়ে শুরু। এরপর একে একে চারজন আউট হলেন ১০ রানের মধ্যে। ৬২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
শেষ দিকে বাবরের ক্রিজে জমে যান আব্বাস আফ্রিদি। লক্ষ্য ছোট হওয়ায় রান তাড়ার চাপ ছিল না পাকিস্তানের। ধীরে ধীরে এগিয়েছেন বাবর এবং আব্বাস। ৯৫ রানের মাথায় ২১ বলে ১৭ রান করে আউট হন আব্বাস। কিন্তু শাহীন শাহ আফ্রিদি নেমে দারুণ দুই ছক্কায় ম্যাচ জেতান পাকিস্তানকে। ৫ বলে ১৩ রান করে ক্রিজে টিকে ছিলেন শাহীন। বাবর টিকে ছিলেন ৩৪ বলে ৩২ রান করে। ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান।
আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ব্যারি ম্যাকার্থি। ২ উইকেট তোলেন কার্টিস ক্যাম্ফার। ১টি করে উইকেট শিকার করেন বেন হোয়াইট এবং মার্ক অ্যাডায়ার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী
করুন।