দক্ষিণ আফ্রিকা সিরিজে উইলিয়ামসনকে পেতে আত্মবিশ্বাসী স্টিড
১-২ দিনের মধ্যেই ট্রেনিং শুরু করবেন উইলিয়ামসন।

দক্ষিণ আফ্রিকা সিরিজে উইলিয়ামসনকে পেতে আত্মবিশ্বাসী স্টিড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-22T13:32:02+06:00
আপডেট হয়েছে - 2024-01-22T13:32:02+06:00
হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা কেন উইলিয়ামসনকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে পেতে আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই খেলায় ফিরতে পারেন চোটে ভুগতে থাকা কেন উইলিয়ামসন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
উইলিয়ামসনের সাথে স্টিড। ছবি : গেটি ইমেজস
লম্বা সময় ধরেই চোট পিছু লেগে আছে উইলিয়ামসনের। আইপিএলের গত আসরে হাঁটুর মারাত্মক চোটে পড়েন কেন উইলিয়ামসন। লম্বা সময়ের জন্য চলে যান মাঠের বাইরে। ওয়ানডে বিশ্বকাপে তার খেলাও একরকম অনিশ্চিতই ছিল। তবে স্বাভাবিকের চেয়ে দ্রুত উন্নতি করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান উইলিয়ামসন। টুর্নামেন্টের মাঝে চোট হানা দিলেও তা ম্যানেজ করে খেলা চালিয়ে গিয়েছেন উইলিয়ামসন, কিউইরা খেলেছে সেমিফাইনালে।
সর্বশেষ পাকিস্তান সিরিজে আবার হানা দিয়েছে উইলিয়ামসনের চোট। এবার হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলা হয়নি তার। তবে কিউইদের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ফিরছেন উইলিয়ামসন।
গণমাধ্যমের সাথে আলাপকালে স্টিড বলেন, ‘আমি আত্মবিশ্বাসী সে (উইলিয়ামসন) ঠিক হয়ে যাবে। তার সম্ভবত আর ১-২ দিন বাকি আছে যার পরেই সে ট্রেনিং শুরু করবে, এটা খুব ছোট নিগল ছিল, যা আমাদের জন্য ভালো দিক। ফলে আমরা এখানে বেশি জোর দিতে চাইনি এবং গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে এখানে জোর দেওয়ার কোনো মানেও ছিল না। অবশ্যই সে আমাদের বেশ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এবং আমরা তা জানি এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমরা তাকে খেলার জন্য সকল সুযোগ দিচ্ছি।’
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলার জন্য দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট দলের মূল ক্রিকেটাররা এসএ২০ তে ব্যস্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেভাবেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। আগামী ৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।