দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন বাটলার
আপাতত কিছু দিন বিরতি চাইছেন বাটলার।

দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন বাটলার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-28T11:19:26+06:00
আপডেট হয়েছে - 2024-06-28T11:19:26+06:00
ভারতের কাছে সেমিফাইনালের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। স্পিন সহায়ক উইকেটের ফায়দা লুটে ইংলিশদের ৬৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জস বাটলার। ছবি : গেটি ইমেজস
আগে ব্যাট করে ভারত ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাব
দিতে নামা ইংল্যান্ডের ব্যাটারদের রীতিমত নাচিয়ে ছেড়েছেন ভারতের দুই স্পিনার কুলদীপ
যাদব এবং অক্ষর প্যাটেল। দুজনে ৩টি করে ৬ উইকেট তুলে ধসিয়ে দেন ইংল্যান্ডের
ব্যাটিং। শেষমেশ বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।
ইংল্যান্ডের টুর্নামেন্টটা ছিল ভালো-মন্দের মিশ্রণ। গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জাগলেও দারুণ ক্রিকেট খেলে সুপার এইটে চলে যায় ইংলিশরা। পরে সুপার এইটেও অসাধারণ ক্রিকেট খেলে সবার আগে নিশ্চিত করে সেমিফাইনাল। পুরো টুর্নামেন্ট প্রসঙ্গে ইংলিশদের অধিনায়ক জস বাটলার বলেন, ‘আসলে বিশ্বকাপে সেমিফাইনাল খেলাটা একটা অর্জন। আমরা অবশ্যই একদম শেষ পর্যন্ত যেতে চেয়েছিলাম এজন্যই আমরা এখানে এসেছিলাম। আমরা এখানে অনেক চ্যালেঞ্জের সামনে পড়েছি। ভালো খেলে এতটুকু আসতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে এখান থেকে আর এগোতে পারলাম না।’
দলে অনেক পরিবর্তন আনা দরকার কিনা এমন প্রশ্নের জবাবে বাটলার বলেছেন, ‘না মনে হয় না। আমরা অনেক উন্নতি করেছে। পর্দার পেছনে আমরা অনেক কাজ করছি। দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এখানের কন্ডিশনে সেরা একটি দলের সাথে খেলতে হয়েছে আমাদের। (পরবর্তী ভাবনার ক্ষেত্রে) আসলে সত্যি কথা বলতে আমি খেলা থেকে কিছুটা দূরে থাকতে চাইছি। এমন হারের পর আসলে তা নিয়ে আপনি গভীরে যেতে চাইবেন না। কিছুটা বিরতি চাইছি আমি। আমরা এই হারটি মেনে নিতে চেষ্টা করছি। চিন্তা করছি ম্যাচে কী হলো। পরের খেলার আগে মাঝের সময়েও আমরা চিন্তাভাবনা করবে যে কী কী হল ম্যাচটায়।’
ফাইনাল ম্যাচে লড়বে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।