সেমিফাইনাল খেলতে সেরাটা চেষ্টা করছি আমরা : শহীদি
সেমিফাইনালে খেলার ভালো সম্ভাবনা আফগানদের সামনে।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-11-04T15:12:19+06:00
আপডেট হয়েছে - 2023-11-04T09:14:33+06:00
বিশ্বকাপে চলছে আফগান বীরত্ব। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারানোর পর শুক্রবার নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। পরের দুই ম্যাচে দুইটিতে জিতলে এমনকি একটি জিতলেও শেষ চারের দরজা খুলে যেতে পারে যুদ্ধ বিধ্বস্ত দেশটির। তা-ই যদি হয় তবে তা বিশাল অর্জন হবে দেশটির জন্য। আর সেটা শুধু দেশের মানুষের জন্য বাস্তবে রূপ দিতে চান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
রহমত-শহীদির-জোড়া-ফিফটিতে-আফগানিস্তানের-সহজ-জয়
শুক্রবার লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। নেদারল্যান্ডসকে মাত্র ১৭৯ রানে গুটিয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিং করে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ছোট লক্ষ্য তাড়ায় রহমত শাহর আটটি চারের সাহায্যে ৫৪ বলে ৫২ এবং অধিনায়ক শহীদির ছয়টি চারে ৬৪ বলে অপরাজিত ৫৬ রানে ভর করে সহজ জয় পায় দলটি। বল হাতে তিন উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী।
বর্তমানে পয়েন্ট তালিকায় পাঁচে থেকে সেমির স্বপ্ন দেখছে আফগানিস্তান। সেই স্বপ্ন পূরণ করতে সেরাটা দেওয়ার কথা বলেছেন অধিনায়ক শহীদি,'আমরা সবাই সংঘবদ্ধ। আমরা সবাই উপভোগ করছি এবং দলকে জেতানোয় মনোযোগ রাখছি। সেমিফাইনাল খেলতে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল অর্জন হবে।'
তিন মাস আগে মাকে হারিয়েছেন শহীদি। সেই শোককে শক্তিতে পরিণত করে দারুণ করছেন আফগান অধিনায়ক। তবে পরিবারের চেয়েও দেশের জন্য সেমিফাইনাল খেলার কথা বলছেন তিনি, 'তিন মাস আগে মাকে হারিয়েছি, এ জন্য আমার পরিবার শোকাহত। তবে আমার পরিবারের চেয়েও দেশের জন্য বড় কিছু হবে যদি শেষ চারে খেলতে পারি।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং ক্লিক করুন এখানেদিয়ে উৎসাহী করুন।