দ্রুততম টি-২০ সেঞ্চুরির রেকর্ড গড়লেন লফটি-ইটন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-27T16:54:50+06:00
আপডেট হয়েছে - 2024-02-27T16:54:50+06:00
নেপালে চলছে নেপাল, নেদারল্যান্ডস ও নামিবিয়ার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই কুশল মল্লার নেপালের বিপক্ষে দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন। এতদিন এই রেকর্ড ছিল কুশলের।
লফটি-ইটন
কীর্তিপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে নামিবিয়া। উদ্বোধনী জুটি প্রথম ৬ ওভারে ৩৬ রান তোলে। ৪৯ রানে দ্বিতীয় উইকেট হারায় নামিবিয়া। সফরকারীরা তৃতীয় উইকেট হারায় ১০.৪ ওভারে। তখন দলীয় রান ৬২ অর্থাৎ রান-রেট ছিল ছয়ের নিচে। ম্যাচ ছিল নেপালের নিয়ন্ত্রণে। সেখান থেকেই দলকে টেনে তুলে বিশ্বরেকর্ড গড়েন লফটি-ইটন।
মুহূর্তেই নেপালের বোলিং আক্রমণকে বিধ্বস্ত করে দেন লফটি-ইটন। একেরপর এক চার-ছক্কা হাঁকাতে হাঁকাতে তিনি অর্ধশতক পূর্ণ করেন মাত্র ১৮ বলে। অর্ধশতকের পর যেন আরো ভয়ংকর হয়ে ওঠেন নিকোল। এগোতে থাকেন শতকের পথে।
মাত্র ৩৩ বলে হাঁকান সেঞ্চুরি। এটিই এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। লফটি-ইটনের এই বিধ্বংসী ইনিংসের সমাপ্তি ঘটে ১০১ রান করে। ৩৬টি বল খেলে শেষ ওভারে আউট হন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ছয়টি ছক্কায়। শুধু বাউন্ডারি থেকেই তিনি সংগ্রহ করেছেন ৯২ রান।
অবিনাশ বোহারার বলে গুলশান ঝার তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন লফটি-ইটন। তার স্ট্রাইকরেট ছিল ২৮০.৫৬। অপরপ্রান্তে এক ওপেনার ৪৮ বলে ৫৯ রান করে অপরাজেয় থাকেন। নির্ধারিত ২০ ওভারে নামিবিয়া সংগ্রহ করে ২০৬ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের শুরুটা ধীর গতির হলেও রোহিত পোড়েল, কুশল মল্লা ও দীপেন্দ্র সিং আইরে ঝড়ো ইনিংস খেলে চেষ্টা করেন লক্ষ্য স্পর্শ করার। তবে তারা থিতু হতে পারেননি। রোহিত ২৪ বলে ৪২ রান, কুশল ২১ বলে ৩২ রান, দীপেন্দ্র ৩২ বলে ৪৮ রান করেন। শেষ দিকে সোমপাল কামি ১১ বলে ২৬ রান করেন।
নেপাল ১৮.৫ ওভারে অলআউট হয়ে যায়। সংগ্রহ করে ১৮৬ রান। ফলে ২০ রানে ম্যাচ জিতেছে নামিবিয়া।
উল্লেখ্য, এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল নেপালের কুশল মল্লার। তিনি গতবছর (২০২৩ সালে) ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মঙ্গোলিয়ার বিপক্ষে। এই তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিলার।
মিলার ছাড়াও ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড আছে আরো দুইজনের। ২০১৭ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের এস বিক্রমাসেকারা তুরস্কের বিপক্ষে সমান সংখ্যক বলেই সেঞ্চুরি করেছিলেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।