ধীরে ধীরে সিনিয়রনির্ভরতা কমানোর তাগিদ শান্তর
ধীরে ধীরে সিনিয়রনির্ভরতা থেকে বের হয়ে আসতে চান শান্ত।

ধীরে ধীরে সিনিয়রনির্ভরতা কমানোর তাগিদ শান্তর
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-10T05:19:14+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T05:19:14+06:00
অভিষেকের পর থেকে যেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন পঞ্চপাণ্ডব। সেই পঞ্চপাণ্ডব এখন ক্যারিয়ারের শেষ ভাগে চলে এসেছেন। মাশরাফি বিন মুর্তজা তো ক্রিকেট থেকে দূরেই আছেন অনেকটা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের অভিষেকের
পর তিনজনের কেউ না কেউ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে ছিলই। আফগানিস্তান সিরিজের দ্বিতীয়
ওয়ানডেতে ১৮ বছর পর এসেছে ভেঙেছে সেই রেকর্ড। সাকিব-তামিম আগেই নেই, চোটের কারণেই
নেই মুশফিকও। ফলে ১৮ বছর পর ওয়ানডেতে সাকিব, তামিম এবং মুশফিককে ছাড়াই খেলতে নামলো
বাংলাদেশ।
সিনিয়রদের ছাড়া এমন জয় নিশ্চিতভাবেই স্বস্তির। তবে এখন সময় এসেছে সিনিয়রদের উপর নির্ভরশীলতা কমানোর। লম্বা ক্যারিয়ারের একদম শেষ ভাগে চলে এসেছেন সকলেই। ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আপনি যেটা বললেন সিনিয়র প্লেয়াররা নাই, আস্তে আস্তে আমাদের এখন এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কারণ সবসময় তারা খেলবেন না। তারা থাকলে তো ড্রেসিংরুমে ভেতরে বাড়তি সুবিধা হয়ই, অনেক অভিজ্ঞ। তবে এমন না যে তাদের নিয়েই সবসময় খেলতে হবে। এখন আস্তে আস্তে সময় হচ্ছে যে আমরা যারা আছি তারাও দলে অবদান রাখতে পারছি কিনা।’
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে এখন সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে আগামী ১১ নভেম্বর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।