নিজের পারফরম্যান্সে খুশি মুস্তাফিজ, জয়ের কৃতিত্ব দিলেন সবাইকে
জয়ের কৃতিত্ব সবাইকে দিলেন মুস্তাফিজ

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-04-09T00:07:05+06:00
আপডেট হয়েছে - 2024-04-09T00:07:05+06:00
আইপিএলে এক ম্যাচ পর ফিরেই দুর্দান্ত মুস্তাফিজুর রহমান। স্লোয়ার কাটারে বিভ্রান্ত করেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের। নজরকাড়া পারফরম্যান্স করে শিকার করেছেন দুই উইকেট। ম্যাচ শেষে দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
চেন্নাইয়ের হয়ে নিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। শিকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্কের উইকেট। ধোনি সহজ ক্যাচ হাতছাড়া না করলে পেতে পারতেন আন্দ্রে রাসেলের উইকেটও।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। ওই ওভারে দেন ছয় রান। এর পাওয়ার প্লেতে ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন এই বাঁহাতি পেসার। ওই ওভারে ছয় রান দেন মুস্তাফিজ। ১৮তম ওভারে তার করা স্লোয়ার-কাটারে বারবারই ধরাশায়ী হয়েছেন রাসেল। নিজের ও ইনিংসের শেষ ওভারে বাই রানসহ মাত্র দুই রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই বাহাঁতি পেসার। সবমিলিয়ে চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট শিকার করেন কাটার মাস্টার।
দুই শিকার করে আবারও পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচ না খেলে পিছিয়ে পড়লেও ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গা।
ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজ। নিজের পারফরম্যান্সে তৃপ্ত কাটার মাস্টার ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
মুস্তাফিজ বলেন, “ আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে।”
তিন উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। মাত্র ১৩৭ রানেই থামে কলকাতা নাইট রাইডার্স। জবাবে অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের ফিফটিতে সাত উইকেটের সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।