নীরবে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানলেন পেইন
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন পেইন।

নীরবে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানলেন পেইন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-17T22:06:08+06:00
আপডেট হয়েছে - 2023-03-17T22:06:08+06:00
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন পেইন। একদম চুপিসারেই অবসরে চলে গেছেন তিনি।
পেইনকে গার্ড অফ অনার দেন সতীর্থরা। ছবিঃ গেটি ইমেজস
অবসর নেওয়ার আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ৩৮ বছর বয়সী পেইন। কেবল তাসমানিয়ায় তার সতীর্থরা জানতেন এই ব্যাপারে। শেফিল্ড শিল্ডের চূড়ান্ত রাউন্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই ছিল প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার শেষ ম্যাচ। ড্র হয়েছে সেই ম্যাচ। ম্যাচ শেষ হওয়ার পর বেলেরিভ ওভাল ছেড়ে যাওয়ার সময় তাকে গার্ড অফ অনার দেন সতীর্থরা। বিদায় উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলনও করেননি পেইন। তাসমানিয়ার অধিনায়ক জর্ডান সিল্ক নিশ্চিত করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন টিম পেইন।
বর্ণাঢ্য এই ১৮ বছরের ক্যারিয়ারে ১৫৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন পেইন। এর মধ্যে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে খেলেছেন ৯৫টি ম্যাচ। শিল্ড ক্রিকেটে তাসমানিয়ার কোনো উইকেটরক্ষকের সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটিও পেইনের দখলেই। ২৯৬টি ডিসমিসাল করা পেইন সব দল মিলিয়ে অবস্থান করছেন ১২তম স্থানে।
টিম পেইন। ছবিঃ গেটি ইমেজস
অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ টেস্টে ৩২.৬৩ গড়ে ১৫৩৪ রান করেছেন পেইন। ফিফটি হাঁকিয়েছেন ৯টি, পাননি সেঞ্চুরির দেখা। টেস্ট ক্রিকেটে তার ডিসমিসাল সংখ্যা ১৫৭।
মাঝে বেশ কিছুদিন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্বেও ছিলেন পেইন। পরে ২০২১ সালের শেষ দিকে মাঠের বাইরের নানা কারণে বিতর্কিত হয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।