██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নেদারল্যান্ডসকে ‘১৬০’ রানে হারিয়ে ইংল্যান্ডের স্বস্তির জয়

টেবিলের ৭ নম্বরে উঠে এল ইংল্যান্ড।

নেদারল্যান্ডসকে ‘১৬০’ রানে হারিয়ে ইংল্যান্ডের স্বস্তির জয়

নেদারল্যান্ডসকে ‘১৬০’ রানে হারিয়ে ইংল্যান্ডের স্বস্তির জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-11-08T21:54:32+06:00

আপডেট হয়েছে - 2023-11-08T21:54:32+06:00

England vs Netherlands

সমাপ্ত
ODI40th MatchICC Cricket World Cup08-Nov-20238:30 AM

Maharashtra Cricket Association Stadium

England
England
339/9 (50)
Netherlands
Netherlands
179/10 (37.2)

England won by 160 runs.

ম্যান অব দ্য ম্যাচBen Stokes (England)

অবশেষে মিলেছে শান্তি! হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ইংল্যান্ড শেষমেশ পেয়েছে জয়ের দেখা। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ইংলিশরা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফিকেশনের জন্য এই জয় কাজে দেবে ইংল্যান্ডের। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]             

 ইংল্যান্ডের বিশাল জয়। ছবি : গেটি ইমেজস

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করেন দুই ওপেনার ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো। দুজনই কিছুটা চালিয়ে খেলছিলেন। উদ্বোধনী জুটি থেকে রান এসেছে ৪৮। ১৭ বলে ১৫ রানের ইনিংস খেলে বিদায় নেন বেয়ারস্টো।

এরপর জো রুটকে সাথে নিয়ে এগোতে থাকেন মালান। দুজনে বেশ ভালোভাবেই ক্রিজে থিতু যান। সাবলীল ব্যাটিংয়ের দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রুট এবং মালান। বেশি মারমুখি ছিলেন মালানই। চোখজুড়ানো ব্যাটিংয়ে দারুণ এক ফিফটিও তুলে নেন ওপেনার মালান।

 

ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন মালান। মারকাটারী ব্যাটিংয়ের দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এই ইংলিশ ওপেনার। কার্যকরী এবং দারুণ সাবলীল ব্যাটিংয়ে একটু একটু করে চলে যাচ্ছিলেন সেঞ্চুরির খুব কাছে। অন্যদিকে রুট থেমেছেন ফিফটির বেশ খানিকটা আগেই। ৩৫ বলে ২৮ রানের ইনিংস খেলে দলীয় ১৩৩ রানের মাথায় থেমেছেন রুট। মালান এবং রুটের জুটি থেকে রান আসে ৮৫।

 ছন্দে ছিলেন মালান। ছবি : গেটি ইমেজস

সেঞ্চুরির খুব কাছে চলে গেলেও অবশ্য তা ছুঁতে পারেননি মালান। শেষ বেলায় পুড়তে হয়েছে হতাশায়। রুট আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন মালান। ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। দলের বোর্ডে তখন ১৩৯ রান।


মালান ফিরে গেলে কিছুটা ধাক্কা খায় ইংল্যান্ডের ইনিংস। বাকি ব্যাটাররা খুব বেশি সাবলীল ছিলেন না। ব্যতিক্রম ছিলেন কেবল বেন স্টোকস। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন স্টোকস। সাবলীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। সময় এবং পরিস্থিতি বুঝে ডাচ বোলারদের ওপর চড়াও হয়েছেন স্টোকস। তার এমন বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের সুবাদেই বড়সড় কোনো বিপদে পড়েনি ইংলিশরা। ফিফটি ছুঁয়ে ফেলেন স্টোকস।

 

ফিফটি ছুঁয়ে আরও ক্ষুরধার হয়েছে স্টোকসের ব্যাটিং। সময় বুঝে আক্রমণের ধার বাড়িয়েছেন স্টোকস। যার ফলে ৩০০ রানের কোটাও পার করেছে ইংলিশরা। শেষ দিকে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরিও তুলে নিয়েছেন স্টোকস। শেষ দিকে তাকে ভালোভাবে সঙ্গ দেন ক্রিস ওকস। পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিং করেছেন ওকসও। মারকুটে ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেছেন ফিফটি। দুজনের জুটিতে ভর করেই শেষ দিকে ইনিংস বড় করতে থাকে ইংলিশরা।  

 স্টোকস-ওকস মিলে এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। ছবি : গেটি ইমেজস

৪৫ বলে ৫১ রানের ইনিংস খেলে শেষের আগের ওভারে আউট হন ওকস। অন্যদিকে ৮৪ বলে ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলা স্টোকস আউট হয়েছেন শেষ ওভারে। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

 

নেদারল্যান্ডসের হয়ে ৩ উইকেট নেন বাস ডি লিড। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন আরিয়ান দাত এবং লোগান ভ্যান বিক।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস। ওপেনার ম্যাক্স ও’দাউদ ফিরেছেন দলের ১২ রানের মাথায়। ১১ বলে ৫ রান করেন তিনি। অন্যদিকে তিনে নামা কলিন আকারম্যান আউট হয়েছেন পরের ওভারেই। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি।

ইংলিশ বোলাররাও ছিলেন চেনা রূপে। ছবি : গেটি ইমেজস

এরপর সিব্র্যান্ড এঙ্গেলব্রেক্টকে সাথে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন টিকে থাকা ওপেনার ওয়েসলি বারেসি। দুজনের জুটি থেকে রান আসে ৫৫। দুজনই ভালো শুরু পেয়েছিলেন তবে কেউই পারেননি ইনিংসটাকে লম্বা করতে। ৬২ বলে ৩৭ রান করে আউট হয়েছেন বারেসি। অন্যদিকে সিব্র্যান্ড ৪৯ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

 

এরপর কয়েকজন ব্যাটার মাঝারি কিছু ইনিংস খেললেও দায়িত্ব নিয়ে খেলা শেষ করে আসতে পারেননি কেউই। অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলেন ৪২ বলে ৩৮ রানের ইনিংস। অন্যদিকে তেজা নিদামানুরু ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন। তাতে অবশ্য ডাচদের হারের ব্যবধানটাই কমেছে শুধু, জয়ের দেখা মেলেনি। 


নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৭.২ ওভার শেষে ১৭৯ রানের মাথায় অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ১৬০ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। 

অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। ছবি : গেটি ইমেজস

ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নেন আদিল রশিদ এবং মঈন আলী। এছাড়া ২ উইকেট নেন ডেভিড উইলি। 


এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে উঠে গেল ইংল্যান্ড। অন্যদিকে নেদারল্যান্ডস রয়েছে ১০ নম্বরে। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.