পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা
৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-13T19:49:09+06:00
আপডেট হয়েছে - 2024-09-13T19:52:14+06:00
পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে দিয়ে যেন ক্রিকেটবিশ্বে যেন তোলপাড় ফেলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশি, বিদেশি ক্রিকেটবোদ্ধাদের প্রশংসা তো মিলেছেই, দেশে ফেরার পর দলের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এবারও সাফল্যের পুরস্কার হিসেবে বোনাসও পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টেস্টে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল।
পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা জিতেছে ৬ উইকেট। দারুণ দুই জয়ের ফলে সিরিজে পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ। এরকম সাফল্যকে দেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা সাফল্য বলছেন অনেকে।
এমন অবিস্মরণীয় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল ১৪ সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলে বোনাস প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে বোনাস দেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় আয়োজিত হবে বোনাস প্রদানের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বোনাস হিসেবে নাজমুল হোসেন শান্তর দল কত টাকা পাবে তা অবশ্য জানায়নি বোর্ড। দলীয় সূত্রে বোনাসের টাকার অঙ্ক সম্পর্কে জানতে পেরেছে বিডিক্রিকটাইম।
বাংলাদেশ দলের বোনাস যেরকম :
টেস্টে র্যাংকিংয়ের শীর্ষ ৩ দলের সাথে জিতলে ৪ লাখ টাকা (আগে ছিল ৩ হাজার ডলার), ৪-৬ নম্বর দলের সাথে জিতলে ৪ লাখ টাকা (আগে ২ হাজার ডলার), ৭-৯ নম্বর দলের সাথে জিতলে ২ লাখ টাকা (আগে ছিল ১.৫ হাজার ডলার)।
টেস্ট সিরিজ র্যাংকিংয়ের শীর্ষ ৬ দলের সাথে জিতলে ৪ লাখ টাকা (আগে শীর্ষ ৩ দলের সাথে জিতলে ছিল ৩ হাজার ডলার, ৪-৬ নম্বর দলের সাথে জিতলে ২ হাজার ডলার), ৭-৯ নম্বর দলের সাথে জিতলে ২ লাখ টাকা (১৫০০ ডলার)।
টেস্ট সিরিজ ড্র করলে- ১- ৬ নম্বর দল র্যাংকিংয়ের ২ লাখ টাকা (আগে ছিল শীর্ষ ৩ দল ৮০০ ও ৪-৬ নম্বর দল ৬০০ ডলার), ৭-৯ শূন্য টাকা (আগে ছিল ৪০০ ডলার সিরিজ প্রতি)।
ম্যাচ ড্র করলে- র্যাংকিংয়ের শীর্ষ ৬ দলের সাথে ম্যাচ ড্র করলে ২ লাখ টাকা (আগে ছিল শীর্ষ তিন দল ৮০০ ও ৪-৬ নম্বর দল ৬০০ ডলার), ৭-৯ নম্বর দলের সাথে করলে ১ লাখ (আগে ৪০০ ডলার ছিল)।
ওয়ানডেতে র্যাংকিংয়ের শীর্ষ ৩ দলের সাথে জিতলে ২ লাখ টাকা (আগে ছিল ১৫০০ ডলার), ৪-৬ নম্বর দল দেড় লাখ টাকা ( আগে ছিল ১ হাজার ডলার), ৭-৯ নম্বর দল ১ লাখ টাকা (আগে ছিল ৭০০ ডলার)।
ওয়ানডে সিরিজ/টুর্নামেন্ট জিতলে শীর্ষ ৩ দলের বিপক্ষে ২ লাখ টাকা (আগে ছিল ১৫০০ ডলার), ৪-৬ নম্বর দলের সাথে জিতলে দেড় লাখ টাকা (আগে ছিল ১ হাজার ডলার), ৭-৯ নম্বর দলের সাথে ১ লাখ টাকা (আগে ছিল ৫০০ ডলার)।
টি-টোয়েন্টি ম্যাচ জিতলে ১-৩ নম্বর দলের সাথে ১ লাখ ৪০ হাজার টাকা (আগে ছিল ১ হাজার ডলার), ৪-৬ নম্বর দলের সাথে ১ লাখ ডলার (আগে ছিল ৬০০ ডলার), ৭-৯ নম্বর দলের সাথে ৭০ হাজার টাকা (আগে ছিল ৪০০ ডলার)।
সিরিজ জিতলে ১-৩ নম্বর দলের সাথে ১ লাখ ৪০ হাজার টাকা (আগে ছিল ১ হাজার ডলার), ৪-৬ নম্বর দলের সাথে ১ লাখ টাকা (আগে ছিল ৬০০ ডলার), ৭-৯ নম্বর দলের সাথে ৭০ হাজার টাকা (আগে ছিল ৪০০ ডলার)।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।