পাকিস্তান দলের শৃঙ্খলার কারণ ইসলাম : ম্যাথু হেইডেন

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2023-10-05T10:48:57+06:00
আপডেট হয়েছে - 2023-10-05T10:48:57+06:00
মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন শোয়েব আখতার। সেই আসিফই আবার লর্ডসের কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডের অন্যতম কারিগর। রশিদ লতিফ অলক কাপালির বল মাটি থেকে তুলে দাবি করেছিলেন ক্যাচ আউট, উইকেটও আদায় করে নিয়েছিলেন। যুগে যুগে কত কুখ্যাত ক্রিকেটারই তো জন্ম দিয়েছে পাকিস্তান। তবে হুট করে সেই দলটাই যেন শৃঙ্খলার এক অনন্য নিদর্শন। কীভাবে বদলে গেল পাকিস্তান ক্রিকেট দল?
অস্ট্রেলীয় গ্রেট ম্যাথু হেইডেন মনে করেন- পাকিস্তান ক্রিকেট দলের শৃঙ্খলার কারণ একটাই- শান্তির ধর্ম ইসলাম। চলমান বিশ্বকাপের কমেন্ট্রি প্যানেলে আছেন হেইডেন, একসময় যাকে দেখে ভয়ে পা কাঁপত বিশ্বের বাঘা বাঘা বোলারদের। সেই হেইডেনের মনটাও গলে যায় ইসলামের শান্তির বার্তায়।
২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কোচ থাকাকালে মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে উপহার পেয়েছিলেন কোরআন। সেই কোরআনের প্রতি তার এতটাই মুগ্ধতা জেগেছিল যে, ভিন্নধর্মী হয়েও হেইডেন নিয়মিত কোরআন পড়তেন। পাকিস্তান দলের সঙ্গ ছেড়েছেন অনেক দিন আগে। তবে পাকিস্তান দলে যে ইসলাম চর্চার নজির দেখে এসেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী, তার রেশ এখনও কাটেনি।
পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ার্ম আপ ম্যাচে হেইডেনের কণ্ঠে ফুটে উঠল তারই নিদর্শন। হেইডেন বলেন, 'তারা ইসলামের প্রতি গভীর মনোযোগী। যা এই দলটার কাছে মূল বিষয়। পাকিস্তান দল অনেক শৃঙ্খলাপরায়ণ, আমি সর্বোপরি যা প্রশংসা করি। ক্রিকেটও একটা শৃঙ্খলার অংশ। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে, নিবিড়ভাবে কাজ করতে হবে। আর এসব বিষয় ইসলামের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।'
৫১ বছর বয়সী হেইডেন মুলত খ্রিস্টান ধর্মের অনুসারী। পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার সময় রিজওয়ানের সাথে উঠাবসা করা হয়েছে। সে সময় থেকেই তিনি ইসলামের সৌন্দর্য উপভোগ করা শুরু করেন। এক সাক্ষাৎকারে হেইডেন বলেছিলেন, ‘আমি খ্রিষ্টান ধর্মের অনুসারী। তবে ইসলাম ধর্ম নিয়েও আগ্রহ আছে। রিজওয়ান আমাকে ইংরেজিতে অনূদিত একটি কোরআন উপহার দিয়েছে। রিজওয়ান ও আমি ফ্লোরের ওপর বসে আধঘণ্টার মতো আলোচনা করি। কোরআন নিয়ে কথা বলি এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়ছি।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।