পাান্টকে 'সুপারহিউম্যান' আখ্যা দিলেন ওয়াসিম

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-25T00:47:42+06:00
আপডেট হয়েছে - 2024-09-25T00:47:42+06:00
২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রিশাভ পান্ট। সুস্থ হয়ে ক্রিকেটে ফিরেন এ বছরের আইপিএল দিয়ে। টেস্ট ক্রিকেটে প্রত্যবর্তনটা করলেন চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৯ রানের দারুণ এক ইনিংস।
প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমে উচ্ছ্বসিত ছিলেন পান্টও। তার এমন ফিরে আসা মুগ্ধ করেছে কিংবদন্তী ওয়াসিম আকরামকে। স্পোর্টসকীডাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, "পান্টের পারফরম্যান্স দেখুন। এমন ট্রাজেডির পর ফিরে এসে সে দেখিয়ে দিয়েছে যে সে একজন সুপারহিউম্যান।"
পান্টের দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়েছিলেন ওয়াসিমও। সেই প্রসঙ্গে বলেন, "যেভাবে দুর্ঘটনাটা ঘটেছে, পাকিস্তানে আমরা সবাই চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি টুইটও করেছিলাম।"
টেস্ট ক্রিকেটে পান্টের আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি। আকরামের ভাষায়, "সে যেভাবে টেস্ট ক্রিকেট খেলত, যেভাবে সে অস্ট্রেলিয়ায় শতক হাঁকিয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করেছিল, অ্যান্ডারসনের বলে রিভার্স সুইপ খেলেছিল, এমনকি প্যাট কামিন্সের বিপক্ষেও, তাতে বোঝা যায় সে বিশেষ কিছু।"
চেন্নাই টেস্টেও নিজের স্বভাবসুলভ মেজাজেই ব্যাট করেন পান্ট। ১০৯ রানের ইনিংসে তিনি খেলেন ১২৮ বল, বাউন্ডারি মেরেই করেন ৭৬ রান। স্ট্রাইক রেট ছিল ৮৫.১৫।
পান্টের এমন প্রত্যবর্তন পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, "আমার মতে এটা প্রজন্মের পর প্রজন্মকে বলার মতো একটা গল্প যা পুরো বিশ্বের তরুণদের অনুপ্রাণিত করতে পারবে। সে আইপিএলে ফিরে ৪০ গড়ে এবং ১৫৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছে। সে একটা বিস্ময়বালক।"
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।