██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

পিএসএলে সাকিবের ম্যাচ কবে, কখন, কোথায়

পিএসএলে সাকিবের ম্যাচ কবে, কখন, কোথায়
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2023-02-14T02:30:06+06:00

আপডেট হয়েছে - 2023-02-14T02:30:06+06:00

বিপিএল থেকে ফরচুন বরিশাল ছিটকে পড়তেই সাকিব আল হাসানকে নিয়ে যারা আক্ষেপ করছিলেন, সেই সাকিব ভক্তদের আক্ষেপ এবার ঘোচাবে পাকিস্তান সুপার লিগ। সাকিবের বিপিএল যাত্রার ইতি ঘটেছে এলিমিনেটরে। তবে এবার তিনি মাঠে নামবেন পাকিস্তান সুপার লিগে। পিএসএলে সাকিবকে দলভুক্ত করেছে জনপ্রিয় দল পেশোয়ার জালমি, যে দলে খেলবেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। পেশোয়ারের হয়ে সাকিবের ম্যাচ কবে, কখন, দলের স্কোয়াডই বা কেমন- জেনে নেওয়া যাক।

বিপিএলের পর ক্রিকেটাররা পাচ্ছেন কয়েক দিনের বিরতি। এরপর আবার নেমে পড়তে হবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে। মার্চের শুরুতেই শুরু বাংলাদেশ-ইংল্যান্ড সীমিত ওভারের সিরিজ। তার আগে সাকিব নিজেকে আরেকটু ঝালিয়ে নেবেন পিএসএল দিয়ে।

ইংল্যান্ডের সিরিজের আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি পেয়েছেন সাকিব। সে সময় পর্যন্ত পেশোয়ার খেলবে ৫টি ম্যাচ। অর্থাৎ, পিএসএলে সাকিব মোট ৫টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। দলটির প্রথম ম্যাচ আজ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, করাচিতে। এই ম্যাচে বাবরের পেশোয়ারের প্রতিপক্ষ তার সাবেক দল করাচি কিংস। ১৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে মুলতান সুলতান্সের মুখোমুখি হবেন সাকিবরা, যে ম্যাচ অনুষ্ঠিত হবে মুলতানের ঘরের মাঠে। ২০ ফেব্রুয়ারি আবারও করাচিতে পেশোয়ারের ম্যাচ, এবার প্রতিপক্ষ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ২৩ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে পেশোয়ার, এই ম্যাচও করাচিতে। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্সের বিপক্ষে বাবর-সাকিবরা লড়বেন লাহোরে। এই ম্যাচ খেলে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

অনেকের মনেই প্রশ্ন, সাকিবের ম্যাচগুলো কখন দেখা যাবে। বাংলাদেশ সময় অনুযায়ী, এই ৫ ম্যাচের প্রতিটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে ৮টায়। অফিস কিংবা ব্যবসা-বাণিজ্য শেষ করে রাতের খাবার খেতে খেতে আয়েশ করে তাই দেখা যাবে সাকিবের খেলা।

সাকিবকে পেশোয়ার দলে নিয়েছে সরাসরি চুক্তিতে। এর আগে প্লেয়ার্স ড্রাফটেই তারা গড়ে তুলে শক্তিশালী এক স্কোয়াড। অধিনায়ক বাবর আজম ও সাকিব আল হাসান ছাড়াও দলটির স্কোয়াডে আরও আছেন মুজিব উর রহমান, জিমি নিশাম, রভম্যান পাওয়েল, ভানুকা রাজাপক্ষে, শেরফানে রাদারফোর্ড, টম কোহলার ক্যাডমোর ও ওয়াহাব রিয়াজের মতো তারকারা। আছেন কয়েকজন লোকাল তরুণ ক্রিকেটারও, যারা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

একনজরে পেশোয়ার জালমির স্কোয়াড

পিএসএলের ৮ম আসরে দলটির স্কোয়াডে আছেন- আমির জামাল, আরশাদ ইকবাল, বাবর আজম, দানিশ আজিজ, হাসিবউল্লাহ খান, টম কোহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিস, মুজিব উর রহমান, জিমি নিশাম, রভম্যান পাওয়েল, ভানুকা রাজাপক্ষে, শেরফানে রাদারফোর্ড, সাকিব আল হাসান, সাইম আইয়ুব, সালমান ইরশাদ, সুফিয়ান মুকিম, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.