পূর্ণ মেয়াদে পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান গিলেস্পির
পরিবারের কথা ভেবেই দীর্ঘ মেয়াদী কোচিং করাতে চান না গিলেস্পি

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-08T17:47:28+06:00
আপডেট হয়েছে - 2024-11-08T17:47:28+06:00
হঠাৎ করেই পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়েছিলেন গ্যারি কারস্টেন। তারপর ভারপ্রাপ্ত হিসেবে সেই দায়িত্ব দেওয়া হয় জেসন গিলেস্পিকে। গিলেস্পিকে এবার পূর্ণ মেয়াদে পাকিস্তানের তিন ফরম্যাটের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
জেসন গিলেস্পি
পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গিলেস্পি। অপ্রত্যাশিতভাবেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান চলতি মাসে। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সাদা বলের সিরিজে এই দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে নিয়েছেন ৪৯ বছর বয়সী এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কারণ অস্ট্রেলিয়া সিরিজের সপ্তাহখানেক আগে দায়িত্ব ছেড়ে দেন কারস্টেন।
কারস্টেন গত এপ্রিল মাসে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় সম্প্রতি দায়িত্ব ছেড়ে দেন তিনি।
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে পূর্ণ মেয়াদে কাজ করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে গিলেস্পি বলেন যে তার এমন কোনো ইচ্ছা নেই। পরিবারের থেকে দীর্ঘ দিন দূরে থাকতে চান না বলেই গিলেস্পির এই সিদ্ধান্ত।
তিনি বলেন, 'আমি কোচিং করাতে ভালোবাসি। কিন্তু আমি মনে করি না যে আমি পরিবার রেখে ১১ মাস দূরে থাকতে পারব। আমার আরো মনে হয় না যে আমি মানসিকভাবে সেটা করতে পারব।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।