প্রধান নির্বাচকের আশা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন তামিম
মেরুদণ্ডের কোমরের নিচের অংশের চোটে ভুগছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনে রয়েছেন তিনি।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-07-30T14:50:16+06:00
আপডেট হয়েছে - 2023-07-30T16:02:19+06:00
তামিম ইকবালের ফেরার অপেক্ষায় রয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে তাঁর মেডিকেল কোনো আপডেট এখনও হাতে পাননি নির্বাচকরা বললেন তিনি।
চোট-সারাতে-অপারেশন-লাগতে-পারে-তামিমের-২
তামিমের চোটটা অনেক পুরনো। দীর্ঘদিন এই চোট নিয়েই খেলেছেন। তবে তাঁর চোট নিয়ে বেশ লুকোচুরিও রয়েছে। তামিম নিজে তাঁর ব্যথা অনুভব করলেও, বিসিবির চিকিৎসক তাঁর চোট ধরতে পারেননি। সেজন্য তিনি শরণাপন্ন হয়েছেন লন্ডনের এক মেরুদণ্ড বিশেষজ্ঞের।
তামিমের সঙ্গে রয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীও। তাঁকে দুই দিনের পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে তামিমের সর্বশেষ কোনো আপডেট এখনও পায়নি নির্বাচক প্যানেল। এমনটাই জানালেন মিনহাজুল আবেদিন। সেজন্য অপেক্ষা করতে হচ্ছে এশিয়া কাপের দল তৈরি করা নিয়ে।
“মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।”
ইনজুরি নিয়ে খেলার প্রবণতা নতুন কিছু নয় বাংলাদেশ ক্রিকেটে। মাশরাফি তো বছরের পর বছর এই চোট নিয়েই খেলেছেন। কখনও মুশফিক কিংবা কখনও সাকিব! তবে ক্রিকেটারদের চোটের ব্যাপারে পরিস্কার ধারণা থাকতে হয় নির্বাচক প্যানেলের। যাতে করে দল গঠনে সুবিধা হয়।
“খেলোয়াড়ের ইনজুরি আপডেট যদি আগে জানা যায় অনেক সুবিধা হয়। এটা মেডিকেল থেকে আপডেট জানানো হয়। এটা শুধু জাতীয় দলের খেলোয়াড় না। এইচপিসহ সব খেলোয়াড়ের আপডেট আমরা পেয়ে থাকি, তারপর ইনশিয়েটিভ নেউ। কিছু কিছু ইনজুরি আছে খেলতে খেলতে…খেলোয়াড়রাও খেলে যায়। এটা দুর্ভাগ্যজনক। এভাবে বলা যায় না ইনজুরিটা কার কখন আসে। এখনো বলতে পারি না কালকে কি আছে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।