██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ফিলিপসের লালাকাণ্ড দেখেননি জেমিসন

জেমিসনের চোখে পড়েনি লালা মাখানোর দৃশ্য।

ফিলিপসের লালাকাণ্ড দেখেননি জেমিসন

ফিলিপসের লালাকাণ্ড দেখেননি জেমিসন

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-11-30T19:48:37+06:00

আপডেট হয়েছে - 2023-11-30T19:49:08+06:00

বোলারদের বলে লালা মাখানোর দৃশ্য একসময় প্রায়ই দেখা যেত ক্রিকেটের মাঠে। তবে এক বছরের চেয়েও বেশি সময় ধরে বলে লালার ব্যবহারকে নিষিদ্ধ করে রেখেছে আইসিসি। যার ফলে এমন দৃশ্য এখন আর সাধারণত চোখে পড়ে না। চলতি সিলেট টেস্টে সেই নিষিদ্ধ কাজটাই দেখা গিয়েছে আরও একবার।

 বলে লালা লাগাতে দেখা গেছে ফিলিপসকে। ছবি : গেটি ইমেজস

ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ। ৩৪তম ওভারে বোলিংয়ে আসেন গ্লেন ফিলিপস। প্রথম বলটা করার পর দুই দুই বার বলে লালা লাগাতে দেখা যায় ফিলিপসকে। লালা মাখানো সেই বল দিয়েই দ্বিতীয় বলটি করেন ফিলিপস। টিভিতে এই দৃশ্য দেখা গেলেও মাঠের দুই আম্পায়ার আহসান রাজা এবং পল রাইফেলের চোখ এড়িয়ে গেছে এই ঘটনা। যার ফলে কোনোপ্রকার শাস্তি পাননি ফিলিপস। দিনের খেলা শেষে অবশ্য এই ঘটনা দেখেননি বলে জানিয়েছেন কিউই পেসার কাইল জেমিসন।

সংবাদ সম্মেলনে লালার ব্যাপারে জেমিসন বলেন, ‘২৫ সেকেন্ড আগেই মাত্র জানতে পারলাম এই ব্যাপারে। এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই যে কী ঘটেছে। আগে দেখলে বা জানলে হয়ত এই ব্যাপারে কথা বলতে পারতাম। আমি সেটা (লালা মাখানো) দেখিনি (হাসি)। না দেখে থাকলে কীভাবে বলব বলুন? আমি দেখিনি।’

 

বাংলাদেশকে কত রানে আটকে ফেলতে পারলে নিজেদের সামনে সহজ লক্ষ্য পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে জেমিসন বলেন, ‘এই প্রশ্নটা মনে হয় ব্যাটারদের করলে ভালো হত। তাদের এই ব্যাপারে ধারণা থাকতে পারে, আমার নেই। কাল সকালে দ্রুত কিছু উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। যার ফলে তাদের দ্রুত অলআউট করে নিজেরা ভালো একটি লক্ষ্য দাঁড় করাতে পারি। ব্যাটিংয়ে নেমেও সহজেই উইকেট ছুঁড়ে দিয়ে আসা যাবে না।’


তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ২০৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ। হাতে এখনও রয়েছে ৭ উইকেট।    


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.