বদলি হিসেবে সিলেট স্ট্রাইকার্সে সানজামুল
জাতীয় দলের হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি স্পিনার।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-02-01T13:05:50+06:00
আপডেট হয়েছে - 2024-02-01T13:05:50+06:00
প্লেয়ার্স ড্রাফটে দল পাননি সানজামুল ইসলাম। এমনকি সরাসরি চুক্তিতেও দলে ভেড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ফ্র্যাঞ্চাইজি। সতীর্থরা যখন বিপিএলে বুঁদ, সানজামুল তখন ছিলেন নীরব দর্শক। তবে দেরিতে হলেও দরজা খুলে গেল এই স্পিনারের। আসরে একটি জয়ও না পাওয়া সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে ৩৪ বছর বয়সী এই স্পিনারকে। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সানজামুলকে মূলত নেওয়া হয়েছে বদলি ক্রিকেটার হিসেবে। ৩১ বছর বয়সী জাওয়াদ আহমেদ রোয়েন ছিলেন সিলেট দলে। তবে সিলেটের হোম ভেন্যুতে অনুশীলনের সময় গ্রোইন স্ট্রেইনের ইঞ্জুরিতে পড়েন জাওয়াদ। এতে কোনো ম্যাচ না খেলেই ছিটকে যান টুর্নামেন্ট থেকে।
তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে সানজামুলকে। সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন।
বিপিএলের দশম আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে সিলেট, হেরেছে সবকটি ম্যাচেই। পয়েন্ট টেবিলে তাই দলের অবস্থান তলানিতে। এদিকে জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালনে দল ছেড়ে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
ঢাকা পর্বে ২ ম্যাচ হেরে সিলেটে আরও ২টি ম্যাচ হেরেছে সিলেট স্ট্রাইকার্স। ২ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকা ও ৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটে আরও দুটি ম্যাচ আছে গতবারের রানার-আপদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।