বাংলাদেশকে জয়ের কৃতিত্ব দিচ্ছেন শান মাসুদ
২৬ রানে ৬ উইকেট পড়ার পর দারুণ কামব্যাকের কৃতিত্ব দিলেন শান।

বাংলাদেশকে জয়ের কৃতিত্ব দিচ্ছেন শান মাসুদ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-03T23:32:20+06:00
আপডেট হয়েছে - 2024-09-03T23:32:20+06:00
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটি ম্যাচেই দাপুটে জয়ের ফলে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। ঘরের মাঠে পাকিস্তানকে নাস্তানাবুদ করে বাংলাওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শান মাসুদ। এমন সিরিজ জয় একদমই সহজ ছিল না। প্রথম টেস্টে
পাকিস্তান তুলে ফেলেছিল ৪৪৮ রানের পাহাড়। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে
নেমে মাত্র ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। তবুও এমন কঠিন
পরিস্থিতি থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখানে বাংলাদেশকে কৃতিত্ব
দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান বলেন, ‘ম্যাচটা ২৬ রানে ৬ উইকেট থেকে এখানে চলে এসেছে। প্রথম ম্যাচে ২৪২ লিড থাকতে আমরা ৫ উইকেট তুলে ফেলেছিলাম। এরপরেও তারা জিতেছিল। এখানে অবশ্যই প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে। আমাদের নিজেদের ভুল নিজেদের সামনেই আছে। এগুলো আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশের দলের দিকে তাকালে দেখবেন অন্তত ৩ জন প্লেয়ার প্রায় ৮০টি করে টেস্ট ম্যাচ খেলেছে। আমাদের নিজেদের ভুল শুধরানোর ব্যাপারে নিজেদেরকেই দায়িত্বশীল হতে হবে।’
দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের জুটি নিয়ে শান বলেন, ‘মেহেদী এবং লিটনের ব্যাপারে স্লিপ রেখেছি আমরা। ক্যাচারও ছিল। পয়েন্টের ফিল্ডারকে আমরা ক্যাচিং পজিশনে রেখেছিলাম। আমার মনে হয় না এটা ডিফেন্সিভ ছিল। তারা সেখানে অনেক শট খেলার ফলে ফিল্ডারের কাছেও খেলতে পারত। এসব চিন্তাভাবনাই ছিল আমাদের।’
২-০ ব্যবধানে সিরিজ জিতে সিরিজের ট্রফি নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।