██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুংকার দিয়ে রাখলেন টেন ডেসকাট

পুরো সফরে ৫-০ করতে চান টেন ডেসকাট।

বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুংকার দিয়ে রাখলেন টেন ডেসকাট

বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুংকার দিয়ে রাখলেন টেন ডেসকাট

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-10-12T01:42:49+06:00

আপডেট হয়েছে - 2024-10-12T01:43:43+06:00

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত। দারুণ দাপুটে ক্রিকেট খেলা টিম ইন্ডিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজটাও হেরেছে ২-০ ব্যবধানে।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  রায়ান টেন ডেসকাট। টেস্টের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। সিরিজের তৃতীয় ম্যাচের আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও জানিয়ে রেখেছেন, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ এবং পুরো সফরটাকে ৫-০ করতে চান তারা।

 

তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, ‘অবশ্যই আমরা ভালোভাবেই শেষ করতে চাই। গোতির (ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর) পক্ষ থেকে বার্তা ছিল প্রতিটি ম্যাচই দেশের জন্য খেলছো তোমরা। এর সাথে হয়ত চাপও থাকছে। ফলে এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগই নেই। আমরা অবশ্যই চাই ৩-০ ব্যবধানে এই সিরিজ জিতে পুরো সফরে ৫-০ করতে। এই সিরিজে দারুণ কোয়ালিটি ক্রিকেট খেলেছি আমরা। এছাড়া যারা নতুন এসেছে তাদের ব্যাপারটিও আমাদের বিবেচনায় নিতে হবে। প্রথম ম্যাচে ২ জন অভিষিক্ত ছিল। সাথে যারা দলের সাথে আছে জিতেশ, এরসাথে যারা এখনও খেলেনি হার্শিত (রানা) এবং তিলক (ভার্মা)। আমরা তাদের অবস্থাটা দেখতে চাই এবং জানতে চাই কীভাবে তাদের সেরাটা বের করে আনতে পারা যাবে। কারণ তারা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামনের দিনগুলোতে।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

এছাড়া দলে একাধিক অলরাউন্ডার থাকার ব্যাপারটিকে ইতিবাচকভাবে দেখছেন টেন ডেসকাট, ‘দলের ভারসাম্য বজায় রাখার ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। আসলে আপনি হয়ত চাইবেন না দলে অতিরিক্ত বোলার খেলাতে। তবে ব্যাটিংটা এমন হচ্ছে যে হয়ত ব্যাটারদের ক্ষেত্রেও এরকম কিছু বলা যেতে পারে। ফলে এমন অবস্থায় চাইলে একজন বিশেষজ্ঞ বোলারও নেওয়া যেতে পারে। এর ফলে অধিনায়কের হাতে অনেক বিকল্প থাকে। খেলাটা এখন এমন অবস্থায় আছে যে, খুব অল্প সময়েই ৫-৬ জন বোলারই ভালো করে। ফলে বাড়তি বিকল্প থাকাটা ভালো ব্যাপার। কিছু মানুষ বেশি বল করতে চায় তবে হার্দিক শেষ ম্যাচে বল করেনি। ফলে এখানে দারুণ ব্যাপার ছিল দলের বোলিং গভীরতা পরীক্ষা করে দেখা।’


হায়দরাবাদের উইকেট প্রসঙ্গে টেন ডেসকাট বলেছেন, ‘মাত্রই এসেছি এখানে ফলে এখনও উইকেট দেখতে পারিনি। দিল্লীর মতই মনে হচ্ছে কিছুটা। সেখানে কিছুটা স্টিকি উইকেট ছিল শুরুতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিলাম আমরা। হাইস্কোরিং পিচ ছিল এখানে আইপিএলে। তবে পাঁচ মাস পেরিয়ে গেছে আইপিএলের পর ফলে কন্ডিশনে বদলও আসতে পারে। দেখা যাক আশা করছি হাইস্কোরিং ম্যাচ হবে এবং দারুণ কোয়ালিটি একটি ম্যাচের দেখা পাব আমরা।’

 

গৌতম গম্ভীরের সাথেই ভারতের কোচিং স্টাফে যোগ দিয়েছেন টেন ডেসকাট। এর আগে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। সেখানে মেন্টর হিসেবে এক মৌসুম কাজ করেছেন গম্ভীর। এর আগে দুজন একসঙ্গে লম্বা সময় খেলেছেন কেকেআরের জার্সিতে।

 

ভারত দলের সাথে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে ডেসকাট জানান, ‘দারুণ অভিজ্ঞতা। একদম কাছ থেকে তাদের দেখার অভিজ্ঞতা হচ্ছে আমার যে তারা কতটা ভালো। এর আগে তাদের টিভিতে দেখা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা হয়েছে। এখানে একদম কাছ থেকে কাজ করছি। দারুণ কোয়ালিটি আছে তাদের। তারা জানে তারা কেন কাজ করছে। দারুণ আনন্দের ব্যাপার। তরুণরা এখানে দলে আসছে। অভিজ্ঞ থেকে তরুণ সবাই জানে এখানের সিস্টেমটা কী। দারুণ লাগছে। অবশ্যই কিছুটা কঠিন এত এত প্রতিভাবানের যত্ন নেওয়া প্রতিনিয়ত। প্রতিটি ম্যাচেই আপনি চাইবেন তাদের সেরাটা বের করে আনতে। দারুণ উপভোগ্য একটি চ্যালেঞ্জ।’

 

সিরিজের তৃতীয় ম্যাচে ১২ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.