██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা

পাকিস্তান দলকে শূলে চড়াচ্ছেন সাবেকরা।

বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা

বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-08-26T23:42:10+06:00

আপডেট হয়েছে - 2024-08-26T23:42:10+06:00

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। টাইগারদের এমন ইতিহাস সৃষ্টি করার ম্যাচে পাকিস্তানের অসহায়ত্ব ফুটে উঠেছে অনেকখানি। ঘরের মাঠে পাকিস্তানের এরকম শোচনীয় পরাজয় মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। দলের কড়া সমালোচনা করছেন সবাই।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

রশিদ লতিফ। ছবি : গেটি ইমেজস

ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নামে পাকিস্তান। খেলিয়েছে চার পেসার। স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকেও শাহীনস দলের ম্যাচ খেলার জন্য ছেড়ে দিয়েছিল পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডির গ্রিন টপ উইকেটে খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের চার পেসার। বরং ম্যাচের পঞ্চম দিনে পাকিস্তানের ব্যাটারদের নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছেন টাইগার স্পিনাররা। ম্যাচে নাকানিচোবানি খেয়ে ঘরের মাঠে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। ঐতিহাসিক এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

চার পেসার খেলিয়ে স্পিনার না খেলানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ইউটিউবের এক অনুষ্ঠানে বলেছেন, পার্থ আর ব্রিসবেনেও তো চার পেসার খেলায় না। আপনার তো বিশেষজ্ঞ স্পিনার লাগবে। হ্যাঁ, স্পিনার ছিল, আঘা সালমান ৪৩ ওভার বোলিং করে কোনো উইকেটই পায়নি। সে ভালো বোলার। কিন্তু অন্য প্রান্ত থেকে তো সমর্থন লাগবে।

 

রশিদ আরও বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে। অধিনায়কত্ব ভালো ছিল, পরিকল্পনা ভালো ছিল। আর আমাদের অধিনায়ককে দেখুন। সে যদি রান করতে না পারে তাহলে ব্যাটিং থেকেই তো আসলে বেরোতে পারছে না, তাই না?’

  কামরান আকমল। ছবি : গেটি ইমেজসনিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকবল বলেছেন, বাংলাদেশের জন্য কঠিন সময় ছিল, কিন্তু তাদের ব্যাটাররা রান করেছে। তাদের ম্যাচটা বাঁচাতে হতো, তারাই জিতে গেছে। তারা মূলত পাকিস্তান ক্রিকেটের মুখোশ খুলে দিয়েছে। আমার ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল, তারা ক্লাব ক্রিকেট খেলছে। আসলে ক্লাব ক্রিকেটাররাও এভাবে খেলে না। তাদের অ্যাপ্রোচ বাজে ছিল। খেলোয়াড়েরা ড্রেসিংরুমে হাসছে। কারণ তারা জানে, কেউই কিছু জিজ্ঞাসা করবে না। মনে হচ্ছে, খেলছে শুধু মজা করতেই।

 

কামরান আরও বলেন, এটা যদি উমর গুল, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফদের আক্রমণ হতো, তাহলে বাংলাদেশকে দুইবার ১৫০ রানে আউট করত। এখনকার পেস ইউনিটের তো ইন্টেনসিটিই নেই।

 আহমেদ শেহজাদ। ছবি : গেটি ইমেজসবাংলাদেশের জন্য জয়টি নিশ্চিতভাবেই ঐতিহাসিক। তেমনি পাকিস্তানের জন্য এমন পরাজয়কে ঐতিহাসিক পতন হিসেবে দেখছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে শেহজাদ বলেছেন, পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়ে গেছে। জাতির কাছে বারবার মিথ্যা তুলে ধরা হয়েছে এবং আজকে, বাংলাদেশের কাছে অপমানজনক পরাজয়ের পর বাজে সেই ব্যাপারটি আবার শুরু হয়েছে। এখন কার কাছে উত্তর চাইবে এই জাতি? কার গলা চেপে ধরবে? এই পরিস্থিতির জন্য দায় কার?’

 

শেহজাদ আরও বলেছেন, পাকিস্তান দলকে এতটা নিচে নামতে জীবনে আগে দেখিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এসবের আলোচনা অন্য কোনো দিন হবে। তবে পাকিস্তান ক্রিকেটের জন্য এটা পতনের নতুন ধাপ। এই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আফগানিস্তানের বিপক্ষে সেই হার থেকে এখন ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

 

দুই ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৩০ আগস্ট, রাওয়ালপিন্ডিতেই।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.