বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, প্রথম সেশনেই নেই ৪ উইকেট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-12-06T11:32:32+06:00
আপডেট হয়েছে - 2023-12-06T11:32:32+06:00
টস হেরে তাহলে ভালোই হলো নিউজিল্যান্ডের! ঢাকা টেস্টের প্রথম সেশনেই বাংলাদেশ পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নাজমুল হোসেন শান্তরা ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেনি। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগেই টাইগাররা হারিয়ে ফেলেছে ৪ উইকেট।
শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছে নিউজিল্যান্ড। ছবি : বিডিক্রিকটাইম
'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভার থেকেই নিউজিল্যান্ড চাপ প্রয়োগ করতে থাকে। ভাগ্যক্রমে কয়েকবার বেঁচে গেলেও জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের উদ্বোধনী জুটি ভাঙে ২৯ রানে।
২৪ বলে ৮ রান করে জাকির বিদায় নিতেই ভাঙনের শুরু। দলীয় ২৯ রানেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৪০ বলে ১৪ রান)। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের দিকে তাকিয়ে ছিল পুরো দল। কিন্তু শান্ত ৯ ও মুমিনুল ৫ রান করে আউট হলে দলীয় রান ৫০ হওয়ার আগেই বাংলাদেশ হারায় ৪ উইকেট।
তবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন তরুণ শাহাদাত হোসেন দিপু। পঞ্চম উইকেটে দুজনে গড়েছেন ৩৩ রানের জুটি। মুশফিক ৪৫ বলে ১৮ ও দিপু ৩৫ বলে ১৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার, তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। কিউইদের পক্ষে এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট শিকার করেছেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।