বাবর থেকে ফখর কিংবা রিজওয়ান- ইউনিসের কাঠগড়ায় পুরো টপ অর্ডার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-05-11T14:06:48+06:00
আপডেট হয়েছে - 2024-05-11T14:09:04+06:00
একটি নয়, দু-দু'টি বিশ্বরেকর্ড। বিরাট কোহলিকে স্পর্শ করে ৩৮ অর্ধশতকের মাইলফলক, সাথে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি। কিন্তু বাবরের এসব কীর্তি কি আদৌ কোনো কাজে আসছে পাকিস্তানের?
আয়ারল্যান্ডের কাছে হারের পর আরও একবার প্রশ্নের মুখে বাবর আজমের ব্যাটিং। শুধু বাবরই নন, গোটা পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটিং ইনটেন্ট নিয়েই উঠছে প্রশ্ন। বাবর ৩৫ বলে অর্ধশতক হাঁকানোর পরও যদি আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানকে হারতে হয়, তাহলে বাবরের ব্যাটিং কেন প্রশ্নবিদ্ধ নয়?
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের পুঁজি নিয়েও জিততে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান জড়ো করে সফরকারীরা। যেখানে বাবর একাই করেন ৫৭ রান, এজন্য তাকে মোকাবেলা করতে হয়েছে ৪৩ বল। একই দৃশ্য ছিল নিউজিল্যান্ড সিরিজেও।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান মনে করেন, এ যুগে এসে এমন ব্যাটিং দলকে জেতানোর জন্য যথেষ্ট নয়। তার ভাষ্য, ‘২০০ রান করলে একটা দল ম্যাচ বাঁচানোর পরিস্থিতিতে থাকতে পারে, কিন্তু ১৭০ রান এখন আর যথেষ্ট নয়।’
শুধু বাবরই নন। ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংও অনেকের চোখে ‘মন্থর’। প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ২০ রান করেন ফখর, রিজওয়ান ৪ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে। পাকিস্তানের ব্যাটিং নিয়ে দুর্ভাবনা দূর করতে বাবরের পাশাপাশি ফখর-রিজওয়ানদেরও দ্রুতগতির ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন ইউনিস।
এ যুগের ক্রিকেটে মানানসই হতে গেলে আরও আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প নেই, জানিয়ে ইউনিস বলেন, ‘বাবর, ফখর, রিজওয়ানকে আরও দ্রুত খেলতে হবে। এখন দ্রুত রান তোলার সময়, খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেট খেলতেই হবে। অধিনায়ককে আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে। খেলোয়াড়দের তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকের উচিৎ অধিনায়ককে সাজায্য করা। একজনের উপর দায় চাপালে হবে না।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।