বাবর-রিজওয়ানকে শেষ সুযোগ দেওয়ার পক্ষে লতিফ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-04T16:54:09+06:00
আপডেট হয়েছে - 2024-07-04T16:54:09+06:00
বেশ লম্বা সময় ধরেই পাকিস্তান দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অবস্থান প্রশ্নবিদ্ধ। টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংয়ে পারদর্শী নন বলে অভিযোগ ওঠে প্রায়ই। তাদের অফ ফর্ম দলকে ভুগিয়েছে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও, যেখানে গ্রুপ পর্বেই বাদ পড়ে পাকিস্তান।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ আহ্বান জানিয়েছেন, সামর্থ্য প্রমাণের জন্য বাবর-রিজওয়ানকে শেষবারের মতো ৫ ম্যাচ সুযোগ দেওয়া হোক। এই সুযোগ কাজে না লাগাতে পারলে যেন দুজনের জন্য টি-টোয়েন্টির দরজা বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, 'বাবর-রিজওয়ানদের ব্যাটিং ইনটেন্ট পরিবর্তনের জন্য আমি পাঁচটি ম্যাচে সুযোগ দিতে চাই। তবুও যদি তারা ভালো করতে না পারে, তাহলে পাকিস্তান টি-টোয়েন্টি দলে তাদের কোনো জায়গা থাকা উচিৎ নয়।'
বাবর ও রিজওয়ানের মতো রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও একসময় হরহামেশা প্রশ্ন উঠত। তবে তারা ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা। রোহিত-কোহলি পারলে বাবর-রিজওয়ানও নিজেদের পরিবর্তন করতে পারবেন, বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। একইসাথে একজন জুতসই কোচ খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন রশিদ লতিফ।
তিনি বলেন, 'রোহিত-কোহলি যদি তাদের ব্যাটিং ইনটেন্ট পরিবর্তন করে সফল হতে পারে, বাবর কেন নয়? দ্রাবিড় না থাকলে অবশ্য কোহলি-রোহিত বিশ্বকাপ জিততে পারত না। বাবর, শাহীনদেরও এমন একজন প্রয়োজন যে তাদের একতাবদ্ধ করবে। সবাই সমস্যার ব্যাপারে জানে, কিন্তু কেউ এসব নিয়ে কথা বলছে না।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।