‘বাবা বেঁচে থাকলে আমার খেলা দেখে অনেক খুশি হতেন’
গত বছর বাবাকে হারিয়েছেন পেসার রবিউল হক। বাবার মৃত্যুর পরই ঢাকা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-01-14T18:48:01+06:00
আপডেট হয়েছে - 2023-01-14T18:48:01+06:00
বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রংপুর রাইডার্সের হয়ে প্রতি ম্যাচেই পারফর্ম করছেন পেসার রবিউল হক। বাবার মৃত্যুর পর তাঁর জীবন কীভাবে বদলে গেল সেই গল্পও শোনালেন।
বিপিএলে-দারুণ-করছেন-রবিউল
প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ নিতে হবে- এটি চিরন্তন সত্য। প্রিয়জন হারানোর কষ্ট তাঁরাই বোঝে যারা কি না অল্পতেই তাঁদের হারায়। পেশাদার ক্রিকেটাররাও ব্যতিক্রম নন। এই তো যেমন তামিম ইকবাল- ছোটবেলায় বাবাকে হারিয়েছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। তেমনই এক গল্প শোনালেন রংপুর রাইডার্সের পেসার রবিউল। গতকাল খুলনা টাইগার্সের সঙ্গে ম্যাচ বল হাতে তিনিই ঘুরিয়ে দিয়েছেন বলা যায়। সংবাদ সম্মেলনে বললেন বাবাকে হারানোর সেই দুঃখের গল্প।
“আসলে এটার পেছনে অনেক কষ্টের গল্প রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আমার বাবা মারা যায়। আমার ক্যারিয়ার নিয়ে উনি অনেক চিন্তিত ছিল। সে সময় দেড় বছর ধরে ইনজুরিতে ছিলাম যে কারণে আমার কী হবে সেটা নিয়ে খুবই চিন্তা করত।”
তিনি আরও যোগ করেন, “আমি কখনোই এসব নিয়ে ভাবতাম না। আমার দুইটা ইথিকস হলো- আমার দ্বারা যতটুকু সম্ভব পরিশ্রম করে যাব এবং আল্লাহ কাছেই চাই, উনি যতটুকু দিবেন ততটুকুই দুই হাত দিয়ে মেনে নিব।”
অধিকাংশ পিতা-মাতাই তাঁদের সন্তানদের সাফল্য দেখে যেতে পারেননা। তবে বাবা-মায়ের দোয়া যে সব সময়ই সন্তানদের পাশেই থাকে সেটিরই প্রমাণ পেয়েছেন রবিউল। ছেলের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করা বাবার মৃত্যুর পরপরই প্রিমিয়ার লিগে দল পান।
রবিউল অনেকটা আবেগঘন হয়ে পড়েন এই গল্প বলতে। তাঁর আফসোস তিনি বর্তমানে যেভাবে খেলছেন তা তাঁর বাবা দেখতে পারলে অনেক খুশি হতেন।
“আসলে ওভাবে ধাক্কা কাজ করেনি। কারণ আজ হোক কিংবা কাল হোক- আমাদের সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে নিয়ে উনার অনেক চিন্তা ছিল। প্রিমিয়ার লিগে আমার দল হচ্ছিল না, উনি মারা যাওয়ার ঠিক পরের দিনই প্রাইম ব্যাংকের সঙ্গে আমার চুক্তি হয়। বলতে পারেন যে আল্লাহর তরফ থেকে একটা ভালো কিছু ছিল। এটা সব সময় মনের মধ্যে কাজ করে যে বাবা বেঁচে থাকলে আমার খেলা দেখে অনেক খুশি হতো।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।